
শান্তিপুর: ১২ নম্বর জাতীয় সড়কের মাঝেই মরণফাঁদ। আবারও এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ফুলিয়ার প্রফুল্লনগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে শান্তিপুর থানার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা উত্তম রাজবংশী (৫৮) বাইক নিয়ে জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় অন্য একটি দ্রুতগামী বাইকের সঙ্গে তাঁর সরাসরি সংঘর্ষ হয়। বাইক দুটির গতিবেগ এতটাই বেশি ছিল যে, সংঘর্ষের অভিঘাতে আরোহীরা প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়েন। দুমড়ে-মুচড়ে যায় বাইক দুটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তমবাবুর। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠালে সেখানে আরও এক যুবকের মৃত্যু হয়। তবে ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। বাকি দুই জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা যাচ্ছে।
এই দুর্ঘটনার জন্য জাতীয় সড়কের ওপর থাকা বেআইনি কাটা অংশকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ প্রফুল্লনগরের এই গুরুত্বপূর্ণ মোড়ে কোনও সিগন্যাল ব্যবস্থা নেই। কোনও ট্রাফিক পুলিশ মোতায়েন না থাকায় সাধারণ মানুষ ও যানবাহন নিয়ম না মেনেই যাতায়াত করে। জাতীয় সড়কের মাঝখানের কাটা অংশ দিয়ে নিয়ম ভেঙে বাইক ও সাইকেল পারাপার করার কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। জাতীয় সড়কে এই ধরনের দুর্ঘটনা এড়াতে অবিলম্বে সিগন্যাল ব্যবস্থা ও পুলিশি নজরদারির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।