Road Accident: বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল কিশোরী, চোখের পলকে মৃত্যু! জনতার ক্ষোভের আগুনে পুড়ে ছাই আস্ত লরি

Road Accident: মৃত কিশোরীর নাম রিয়া বিশ্বাস। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল। তখনই আচমকা দ্রুত গতিতে একটি লরি এসে কিশোরীকে পিষে দিয়ে চলে যায়। লোকজন ছুটে এলে লরি ফেলে পালিয়ে যায় চালক ও খালাসি।

Road Accident: বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল কিশোরী, চোখের পলকে মৃত্যু! জনতার ক্ষোভের আগুনে পুড়ে ছাই আস্ত লরি
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 15, 2025 | 12:11 PM

কৃষ্ণনগর: ঝড়ের মতো ধেয়ে এসে পিষে দিল বছর চোদ্দর মেয়েটাকে পিষে দিল লরিটা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন। ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। বালি বোঝাই লরিটিকে দাঁড় করিয়ে ধরিয়ে দেওয়া আগুন। ঘটনা নদিয়ার কৃষ্ণনগর দিগনগর সেনপুর ১২ নম্বর জাতীয় সড়কে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। 

মৃত কিশোরীর নাম রিয়া বিশ্বাস। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল। তখনই আচমকা দ্রুত গতিতে একটি লরি এসে কিশোরীকে পিষে দিয়ে চলে যায়। লোকজন ছুটে এলে লরি ফেলে পালিয়ে যায় চালক ও খালাসি। তারপরই বিক্ষুব্ধ জনতা ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই পুড়ে কার্যত ছাই হয়ে যায় লরিটি। 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর কোতোয়ালী থানার বিশাল পুলিশ বাহিনী। ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ট্র্যাফিক আইন না মেনে অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল লরিটি। ঠিকমতো নজরদারি থাকলে এই ঘটনা ঘটতো না। অন্যদিকে পলাতক চালক ও খালাসির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।