Nadia: ভাইয়ের সঙ্গে বচসার সময় বাঁশ দিয়ে মাথায় মারল ভাইপো, লুটিয়ে পড়লেন ব্যক্তি
Nadia: মৃত ব্যক্তির মেয়ে পাপিয়া দে বলেন, "বাবাকে মাথায় মেরেছে। নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়।" অভিযুক্তদের বিরুদ্ধে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেছেন। এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা বলে জানা গিয়েছে।

নদিয়া: বাড়ির রাস্তাকে কেন্দ্র করে দুই ভাইয়ের গন্ডগোলের জেরে মারধর। কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সুভাষ দে(৫০)। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার আকন্দবেরিয়া গ্রামে।
জানা গিয়েছে, বাড়ির রাস্তাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল বাধে। তা থেকে হাতাহাতি শুরু হয়ে। সেইসময় সুভাষের ভাইয়ের ছেলে এসে তাঁকে বাঁশ দিয়ে মাথায় মারতে থাকে। সুভাষ দে গুরুতর জখম হয়ে পড়ে যান। তড়িঘড়ি তাকে কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করলে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতাল থেকে রেফার করা হয়। কলকাতার এনআরএস হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই সুভাষের মৃত্যু হয়।
মৃত ব্যক্তির মেয়ে পাপিয়া দে বলেন, “বাবাকে মাথায় মেরেছে। নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়।” অভিযুক্তদের বিরুদ্ধে তাঁরা থানায় অভিযোগ দায়ের করেছেন। কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা বলে জানা গিয়েছে।
প্রতিবেদনটি TV9 বাংলার রিপোর্টার প্রদত্ত তথ্যের ভিত্তিতে লেখা।

