Nadia: বন্ধুর প্রেমিকার মাকে দেখে মাথা ঘুরে গেল ব্যক্তির, সেটাই কাল হল…

Nadia: মৃত ব্যক্তির স্ত্রী বলেন, "মাস ছয়েক আগে ওই মহিলার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক তৈরি হয়েছিল। স্বামীর এক বন্ধু ওই মহিলার মেয়ের সঙ্গে প্রেম করেন। সেই সূত্রেই আমার স্বামীর সঙ্গে ওই মহিলার পরিচয়। আমি কতবার ওই মহিলার সঙ্গে মেলামেশা না করতে আমার স্বামীকে বলেছি। কিন্তু, মহিলা তার ব্রেনওয়াশ করে দিয়েছিল।"

Nadia: বন্ধুর প্রেমিকার মাকে দেখে মাথা ঘুরে গেল ব্যক্তির, সেটাই কাল হল...
কান্নায় ভেঙে পড়েছেন মৃতের স্ত্রীImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 07, 2025 | 4:12 PM

নদিয়া: বন্ধুর প্রেমিকার মায়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। তা নিয়ে পরিবারে অশান্তি। বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম অমর দেবনাথ (৪২)। মৃতের পরিবারের অভিযোগ, ব্ল্যাকমেলিংয়ের জেরে আত্মঘাতী হয়েছেন অমর। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ঢাকা পাড়ার।

মৃতের পরিবার জানিয়েছে, অমরের বন্ধু এক যুবতীর সঙ্গে প্রেম করেন। সেই সূত্রে বন্ধুর প্রেমিকার মায়ের সঙ্গে পরিচয় হয় অমরের। ধীরে ধীরে তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। অমরের বাড়িতে স্ত্রী ও শিশুপুত্র রয়েছে। ওই মহিলার সঙ্গে সম্পর্ক না রাখতে বারবার বলতেন অমরের স্ত্রী। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত।

অমরের পরিবারের অভিযোগ, বছর পঁয়তাল্লিশের ওই মহিলা অমরকে ব্ল্যাকমেইল করতেন। টাকা নিতেন। সেই টাকার চাহিদা ক্রমশ বেড়ে যায়। অভিযোগ, ব্ল্যাকমেলিংয়ের হাত থেকে নিস্তার পেতেই এদিন সকালে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন অমর। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিকে, অমরের দেহ উদ্ধারের পরই বাড়িতে তালা লাগিয়ে পালিয়েছেন অভিযুক্ত মহিলা।

মৃত ব্যক্তির স্ত্রী দীপা অধিকারী বলেন, “মাস ছয়েক আগে ওই মহিলার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক তৈরি হয়েছিল। স্বামীর এক বন্ধু ওই মহিলার মেয়ের সঙ্গে প্রেম করেন। সেই সূত্রেই আমার স্বামীর সঙ্গে ওই মহিলার পরিচয়। আমি কতবার ওই মহিলার সঙ্গে মেলামেশা না করতে আমার স্বামীকে বলেছি। কিন্তু, মহিলা তার ব্রেনওয়াশ করে দিয়েছিল। শুধুই মহিলার কথা শুনত আমার স্বামী। এই নিয়ে আমাদের মধ্যে অশান্তি হত।” তিনি অভিযোগ করেন, “ওই মহিলার সঙ্গে গতকাল আমার স্বামীর বচসা হয় বলে শুনেছি। আমার স্বামীকে সংসার ছাড়তে বলেছিল। ওই মহিলা আগে অনেকের সঙ্গে এমন করেছে। যার জন্য আমার বাচ্চা সন্তান পিতৃহারা হল, আমি চাই সেই মহিলার উপযুক্ত শাস্তি হোক।” শান্তিপুর থানায় মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।