Ranaghat: আশা কর্মীদের মাধ্যমে ছড়িয়েছিল নম্বর, ‘ডাক্তারকে’ ভিডিয়ো কল করতেই গর্ভবতী তরুণীর আনলেন যৌন হেনস্থার অভিযোগ

Ranaghat: পুলিশি তদন্ত বলছে, গত বুধবার দুপুরে জনৈক এক ব্যক্তি নিজেকে রানাঘাট মহকুমা হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে রানাঘাট পৌরসভার নার্সিং বিভাগে ফোন করে। ফোনেই তাঁদের এলাকায় প্রসূতিদের বাড়িতে গিয়ে আশা কর্মীদের মাধ্যমে তাঁর নম্বর দিতে বলে। সেখান থেকেই সবকিছু সূত্রপাত।

Ranaghat: আশা কর্মীদের মাধ্যমে ছড়িয়েছিল নম্বর, ডাক্তারকে ভিডিয়ো কল করতেই গর্ভবতী তরুণীর আনলেন যৌন হেনস্থার অভিযোগ
বর্ধমানে গ্রেফতার অভিযুক্ত Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 31, 2025 | 7:01 PM

রানাঘাট: বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক পরিচয় দিয়ে ভিডিয়ো কলে গর্ভবতী তরুণীর যৌন হেনস্থার অভিযোগ। তদন্তে যা উঠে এল তা দেখে হতবার পুলিশও। প্রথম অভিযোগটা আসে রানাঘাট পুরসভা এলাকা থেকে। অভিযোগ পেতেই অ্য়াকশনে নামে পুলিশ। যে ব্যক্তির নামে ওই অভিযোগ উঠেছে তাঁকে ট্র্যাক করা শুরু হতেই জানা যায় দীর্ঘদিন থেকেই তিনি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে টার্গেট করছিলেন। ঢাল হিসাবে ব্যবহার করছিলেন আশা কর্মীদের। কিন্তু কীভাবে? 

পুলিশি তদন্ত বলছে, গত বুধবার দুপুরে জনৈক এক ব্যক্তি নিজেকে রানাঘাট মহকুমা হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে রানাঘাট পৌরসভার নার্সিং বিভাগে ফোন করে। ফোনেই তাঁদের এলাকায় প্রসূতিদের বাড়িতে গিয়ে আশা কর্মীদের মাধ্যমে তাঁর নম্বর দিতে বলে। শারীরিক সমস্যায় যোগাযোগ করার কথা বলে। ডাক্তার বলেছে ভেবে কোনও কিছু না ভেবেই পুরসভার নার্সিং বিভাগ বিভিন্ন আশা কর্মীদের সেই নির্দেশ দিয়েও দেয়। তারপরউ যত কাণ্ড। এরইমধ্যে রানাঘাট পুর এলাকার এক প্রসূতি তরুণী অভিযোগ করেন ওই ব্যক্তি তাঁকে ভিডিয়ো কলে যৌন হেনস্থা করেছেন। রানাঘাট থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।

এরপরই ভিডিয়ো কল করা মোবাইল নম্বরের খোঁজ শুরু করে পুলিশ। রানাঘাট থানার IC এর নেতৃত্বে রানাঘাট পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায় বর্ধমানে। সেখান থেকেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একাধিক সিম রয়েছে ওই ব্যক্তির। সেখান থেকেই নম্বর বদলে বদলে শুধুমাত্র রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবাকে টার্গেট করা হচ্ছিল। বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকায় নিজেকে সেখানকার স্থানীয় হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে আশাকর্মীদের ব্যবহার করে এই যৌন হেনস্থা করছিল। শনিবারই পুলিশ ধৃতকে রানাঘাট আদালতে তুলছে। এই ব্যক্তির সঙ্গে আর বড় কোনও চক্র জড়িত কিনা তা জানারও চেষ্টা চলাচ্ছে পুলিশ।