Nadia Murder: স্ত্রীর সঙ্গে আদিখ্যেতা পাড়ার ভাইয়ের, ভয়ঙ্কর শিক্ষা স্বামীর

Nadia Murder: রাস্তার ওপরেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন বিমল। তাঁর সারা শরীর ক্ষতবিক্ষত ছিল। মাথায় এবং ঘাড়ে বড় ক্ষত ছিল। স্থানীয় বাসিন্দারাই তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে নাকাশিপাড়া বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

Nadia Murder: স্ত্রীর সঙ্গে আদিখ্যেতা পাড়ার ভাইয়ের, ভয়ঙ্কর শিক্ষা স্বামীর
যুবককে কুপিয়ে খুনের অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 03, 2023 | 12:39 PM

নদিয়া: স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর তার জেরেই স্ত্রীর প্রেমিককে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়। আপাতত ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতের নাম বিমল সরকার (৩৫)। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

নাকাশিপাড়া বাসিন্দার পেশায় রাজমিস্ত্রি বিমল সরকার বেশ কিছুদিন ধরেই প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। জানা গিয়েছে, বিষয়টি মহিলার স্বামী জানার পর থেকেই অশান্তির সূত্রপাত। বেশ কয়েকবার বিমলকে হুঁশিয়ারি দিয়েছিলেন ওই মহিলার স্বামী। কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি।

সোমবার রাতে স্ত্রীকে বিমলের সঙ্গে দেখে ফেলেন তাঁর স্বামী। তা নিয়ে মারাত্মক অশান্তি হয়। রাতেই ধারাল অস্ত্র দিয়ে বিমলকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ ওঠে। তবে মৃতের দাদা জানান, ভাই তাঁকে ফোন করেছিলেন। তখনও পর্যন্ত তিনি এসবের কিছু জানতেন না। পরে তিনি জানতে পারেন, তাঁর ভাইকে কোপানো হয়েছে।

রাস্তার ওপরেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন বিমল। তাঁর সারা শরীর ক্ষতবিক্ষত ছিল। মাথায় এবং ঘাড়ে বড় ক্ষত ছিল। স্থানীয় বাসিন্দারাই তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে নাকাশিপাড়া বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বিমলের। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, মৃতের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।