Nadia: ভর সন্ধ্যায় কল্যাণীর রাস্তায় যেন একেবারে সিনেমার ‘চেজিং সিন’, ঘটনা দেখে থ এলাকার লোকজন

Mahadeb Kundu | Edited By: জয়দীপ দাস

May 28, 2024 | 11:40 PM

Nadia: গুলিবিদ্ধ যুবকের নাম অজয় মাহাতো (৩০)। বাড়ি কল্যাণী থানার চরজাজিরা এলাকায়। সূত্রের খবর, তিনি এক যুবকের স্কুটিতে চেপে যাচ্ছিলেন। সে সময় কেউ পিছন থেকে তাঁদের লক্ষ্য করে গুলি করে। গুলি লাগে অজয়ের পিঠে।

Nadia: ভর সন্ধ্যায় কল্যাণীর রাস্তায় যেন একেবারে সিনেমার ‘চেজিং সিন’, ঘটনা দেখে থ এলাকার লোকজন
ব্যাপক চাঞ্চল্য এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কল্যাণী: একেবারে যেন সিনেমার ‘চেজিং সিন’। স্কুটিতে তখন দুই যুবক। বেশ গতিতেই রয়েছে স্কুটিটা। আচমকা পিছন থেকে গুলির শব্দ। কিছু বুঝে ওঠার আগেই স্কুটির পিছনে বসে থাকা এক যুবকের আর্ত চিৎকার শুনতে পেলেন পথ চলতি লোকজন। অন্যদিকে ততক্ষণে চিৎকার করে উঠেছেন স্কুটি চালকও। তিনি গুলিবিদ্ধ না হলেও গুলি তার পিঠ আর বুকের পাশ দিয়ে ছুঁয়ে বেরিয়ে যায়। চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার কল্যাণী থানার সীমান্ত এলাকায়। 

গুলিবিদ্ধ যুবকের নাম অজয় মাহাতো (৩০)। বাড়ি কল্যাণী থানার চরজাজিরা এলাকায়। সূত্রের খবর, তিনি এক যুবকের স্কুটিতে চেপে যাচ্ছিলেন। সে সময় কেউ পিছন থেকে তাঁদের লক্ষ্য করে গুলি করে। গুলি লাগে অজয়ের পিঠে। সেই গুলিই স্কুটি চালকের বুকের পাশ ছুঁয়ে বেরিয়ে যায়। কিন্তু, কারা কী উদ্দেশ্যে এই কাজ করল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। 

স্থানীয় বাসিন্দারাই আহত যুবককে উদ্ধার করে কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে স্কুটির চালক বিশ্বজিৎ মণ্ডল বলেন, “কে মারল কিছুই বুঝতে পারিনি। কেন মারল তাও আমরা বুঝতে পারছি না। ওরা কতজন ছিল তাও বুঝতে পারছি না। সবটাই পিছন থেকে করেছে।” অন্যদিকে আহত যুবক অজয় মাহাতো হাসপাতালের বেডে কাতরাতে কাতরাতে বলছেন, “কারা মারল কিছুই বুঝতে পারছি না। তবে আমি তৃমমূল করি।”

Next Article