Nadia: বিধায়ক খুনে অভিযুক্ত বিজেপি নেতাকে দলে নিল তৃণমূল, কটাক্ষ গেরুয়া শিবিরের

BJP leader joins TMC: নির্মল ঘোষের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভদীপ সরকার বলেন, "এটা দলের জেলা ও রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত। অনেক বিবেচনা করেই দল সিদ্ধান্ত নেয়। আমি দলের সৈনিক। দলের সিদ্ধান্তকে সমর্থন করি।"

Nadia: বিধায়ক খুনে অভিযুক্ত বিজেপি নেতাকে দলে নিল তৃণমূল, কটাক্ষ গেরুয়া শিবিরের
দলের বিধায়ককে খুনে অভিযুক্তকে দলে নেওয়া নিয়ে কী বলছে তৃণমূল?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Oct 15, 2025 | 3:25 PM

নদিয়া: ৬ বছর আগে শাসকদলের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের অভিযোগে অভিযুক্ত তিনি। জেলও খেটেছেন। বিজেপির সেই নেতা নির্মল ঘোষ দিলেন তৃণমূলে। মঙ্গলবার নদিয়ার হাঁসখালির বগুলায় তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে জয়প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমণি অধিকারীর উপস্থিতিতে তাঁর হাতে দলের পতাকা তুলে দেওয়া হয়।

২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি। সরস্বতী পূজার আগের রাতে বাড়ির কাছে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুন করা হয়। তৎকালীন বিজেপি নেতা মুকুল রায় ও রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে অন্যতম ছিলেন নির্মল ঘোষ। পুলিশ তাঁকে গ্রেফতার করে। ৬ বছর জেল খাটার পর তিনি বেকসুর খালাস পান।

বেকসুর খালাস পাওয়ার পর গতকাল তৃণমূলে যোগ দেন নির্মল ঘোষ। এর আগে এই মামলায় অভিয়ুক্ত মুকুল রায়কেও একুশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে যোগ দিতে দেখা গিয়েছিল। নির্মল ঘোষের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া নিয়ে মুকুটমণি অধিকারী বলেন, “উনি সৎ, নিষ্ঠাবান ব্যক্তি। বিজেপি মানুষকে ব্যবহার করে ছুড়ে দেয়। সত্যজিৎ বিশ্বাস খুনে নির্মল ঘোষকে জগন্নাথ সরকাররাই জড়িয়েছিলেন।” নির্মল ঘোষ তৃণমূলে দেওয়ায় ওই অঞ্চলে শাসকদলের শক্তিবৃদ্ধি হবে বলে তিনি দাবি করেন।

নির্মল ঘোষের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভদীপ সরকার বলেন, “এটা দলের জেলা ও রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত। অনেক বিবেচনা করেই দল সিদ্ধান্ত নেয়। আমি দলের সৈনিক। দলের সিদ্ধান্তকে সমর্থন করি।” তৃণমূলে যোগদানের কারণ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি নির্মল ঘোষ। সত্যজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু, তাঁর পরিবারেরও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

নির্মল ঘোষের দলবদল নিয়ে শাসকদলকে কটাক্ষ করলেন জেলা বিজেপির সম্পাদক অমিত প্রামাণিক। তিনি বলেন, “এটা খুবই হাস্যকর। তৃণমূল নেতাকে খুনের অভিযোগে জেল খেটেছেন। পরে বেকসুর খালাস হয়ে বেরলেন। তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়েছেন। এখন তৃণমূলে যোগ দিলেন। তৃণমূল অভিযোগ করে, বিজেপি মানে ওয়াশিং মেশিন। এখন দেখা যাচ্ছে, নিজের দলের বিধায়ককে খুনে অভিযুক্তকে দলে নিচ্ছে তৃণমূল।” একইসঙ্গে তিনি বলেন, “বর্তমানে নির্মলবাবুর কোনও জনভিত্তি আছে বলে আমার মনে হয় না। তাই, তাঁর তৃণমূলে যাওয়ায় বিজেপির কোনও ক্ষতি হবে না।”