Nadia: লোহার রড দিয়ে BJP কর্মীকে মার, জামা তুলে পিঠের কালশিটে দাগ দেখালেন গৌতম

Nadia: এর আগে বিজেপির এক মহিলা এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ উঠছিল। এরপর উকিলনাড়া মিস্ত্রিপাড়া এলাকায় থেকেও একই অভিযোগ এল। এলাকার মানুষজন কার্যত আতঙ্কগ্রস্ত। অভিযোগ, গতকাল রাতে এই এলাকায় বাইক বাহিনী তাণ্ডব চালায়।

Nadia: লোহার রড দিয়ে BJP কর্মীকে মার, জামা তুলে পিঠের কালশিটে দাগ দেখালেন গৌতম
বিজেপি এজেন্টকে মারধরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 10, 2024 | 10:07 AM

নদিয়া: চার কেন্দ্রে উপনির্বাচন। কিন্তু সেই উপনির্বাচনেও জায়গায়-জায়গায় অশান্তির ছবি প্রকাশ্যে আসছে। নদিয়ার রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ। গৌতম বিশ্বাস নামে ওই এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে।

এর আগে বিজেপির এক মহিলা এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ উঠছিল। এরপর উকিলনাড়া মিস্ত্রিপাড়া এলাকায় থেকেও একই অভিযোগ এল। এলাকার মানুষজন কার্যত আতঙ্কগ্রস্ত। অভিযোগ, গতকাল রাতে এই এলাকায় বাইক বাহিনী তাণ্ডব চালায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত্রিবেলা বাইকে করে মুখে কাপড় বেঁধে এসে লোহার রড নিয়ে আসে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন লোক। তাঁরা বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায়। মারধর করা হয়। অভিযোগ ওঠে বিজেপির এজেন্ট গৌতম বিশ্বাসকে মারধর করা হয়।

গৌতমবাবু বলেন, “আমি বাড়িতে শুয়েছিলাম। সেই সময় ঘরের চালের উপর ইট বৃষ্টি। আমার নাম ধরে চিৎকার করছিল। গালিগালাজ করছিল। বাড়ি থেকে ডেকে এনে লোহার রড বাঁশ দিয়ে মারধর করা হয়েছে। তবে যাঁরা এসেছিলেন তাদের চিনতে পারিনি।” এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “ওই কেন্দ্রে  পরাজয় নিশ্চিত জেনে আতঙ্কের আবহ তৈরি করতে চাইছে তৃণমূল। কিন্তু মানুষ রুখে দাঁড়াবে। মেরে বিজেপিকে রোখা যাবে না। যত মারুক, ভাঙচুর করুক বিজেপি ময়দান ছেড়ে যাবে না।”