
শান্তিপুর: এসআইআর (SIR) বিরোধিতায় সরব খোদ বিএলও! নদিয়ার শান্তিপুরে এক বিএলও-র ভূমিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশের সরাসরি বিরোধিকা করছেন ওই বিএলও। SIR সংক্রান্ত সচেতনতা বাড়ানোর দায়িত্বে থাকা সত্ত্বেও কেন তিনি এভাবে প্রকাশ্যে বিরোধিতা করছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্প্রতি শান্তিপুর জন উদ্যোগ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের বিক্ষোভে অংশ নেন শিক্ষক তথা বিএলও প্রসেনজিৎ সাহা। হাতে মাইক নিয়ে কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি। এদিকে প্রসেনজিৎ সাহা ১৯৬ নম্বর বুথের বিএলও।
বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে বিজেপি। দলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মুখপাত্র সোমনাথ কর প্রশ্ন তুলেছেন, যে ব্যক্তি নিজেই SIR বিরোধী, তিনি কীভাবে নিরপেক্ষভাবে বাড়ি বাড়ি গিয়ে কমিশনের কাজ করবেন? প্রসেনজিৎ সাহা জানান, তাঁর রাজনৈতিক মতামত ও সরকারি দায়িত্ব আলাদা।
তিনি বলেন, “আমি কী দায়িত্বে আছি, সে ব্যাপারে আমার বোধ আছে। সমালোচনা করার স্বাধীনতা মানুষের আছে। আমার কাছে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যদি কোনও প্রশ্ন আসে, তখন আমি উত্তর দেব।” তাঁর বক্তব্য, রাজনৈতিক দর্শনের সঙ্গে পেশাকে গুলিয়ে ফেলতে চান না তিনি।
বিজেপির রানাঘাট দক্ষিণ সাংগঠনিক মুখপাত্র সোমনাথ কর বলেন, “আমার একটাই আপত্তি। নিজে কমিশনের লোক হয়ে কীভাবে এই কথা বলছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিষোদগার করছেন।” অন্যদিকে, বিধায়ক ব্রজ গোস্বামী বলেন, “তিনি যে কাজ করেছেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। নির্বাচন কমিশন বিষয়টা বুঝবে। নিরপেক্ষতার কথা মানুষ বলবে।”