
নদিয়া: প্রেমিকা আত্মহত্যার চেষ্টা করেছে শুনেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নাবালক। নদিয়ার হাঁসখালি থানা এলাকার বগুলার ঘটনা। নবম শ্রেণির এক ছাত্র ও এক নাবালিকা প্রেমে জড়িয়ে পড়েছিল বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই নাবালক ও নাবালিকা একই গ্রামের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
সম্প্রতি সেই খবর পৌঁছে গিয়েছিল দুই পরিবারেই। আর জানাজানি হতেই ঘটে গেল অঘটন। নাবালিকা ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে।
নাবালিকার পরিবারের লোকজন তার সঙ্গে সঙ্গে তাকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করেন। সেখানেই চিকিৎসাধীন সে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
এদিকে প্রেমিকা বিষ খেয়েছে শুনেই নবম শ্রেণির ওই ছাত্র নিজের ঘরে ঢুকে গলায় দড়ি দেয়। ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। তাকেও বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় জেলা হাসপাতালে। এমন আকস্মিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে।