BSF Jawans News: অন্ধকারের সুযোগে ভারতে ঢুকছিল ওরা, বাংলাদেশিদের বুঝিয়ে দিল BSF

Nadia: জানা গিয়েছে, ওই যুবককে নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, কয়েকজন যুবক বাঁশ বাগানের ভিতরে বসেছিল। তারপর তাঁরা ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। ঘটনাস্থলে সীমান্তরক্ষী বাহিনী গেলে বাকিরা পালিয়ে যায়। তবে একজনকে গ্রেফতার করা হয় বলে খবর।

BSF Jawans News: অন্ধকারের সুযোগে ভারতে ঢুকছিল ওরা, বাংলাদেশিদের বুঝিয়ে দিল BSF
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 07, 2025 | 5:12 PM

নদিয়া: এসআইআর আবহে সীমান্তে ভিড় বাংলাদেশিদের। যাদের কাছে আধার-ভোটার নেই পুনরায় নিজের দেশে ফিরে যেতে ব্যস্ত তাঁরা। কিন্তু এবার ধরা পড়ল উল্টো ছবি। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা। আর তখনই গ্রেফতার বাংলাদেশি। অভিযুক্তকে চাপড়া পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃতকে আজ তোলা হয়েছে কৃষ্ণনগর আদালতে।

জানা গিয়েছে, ওই যুবককে নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হৃদয়পুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, কয়েকজন যুবক বাঁশ বাগানের ভিতরে বসেছিল। তারপর তাঁরা ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। ঘটনাস্থলে সীমান্তরক্ষী বাহিনী গেলে বাকিরা পালিয়ে যায়। তবে একজনকে গ্রেফতার করা হয় বলে খবর।

জানা গিয়েছে,গতকাল চাপড়া থানার হৃদয়পুর এলাকায় টহল বিএসএফ জওয়ানরা। সেই সময় কয়েকজন যুবক সীমান্ত এলাকায় প্রবেশ করার চেষ্টা করছিল। তবে এই প্রথম নয়, এই ধরণের ঘটনা আগেও হয়েছে। বিএসএফ-র হাতে ধরা পড়েছে একাধিক ব্যক্তি। সেই রকমই এবার সীমান্ত পারা পারের অভিযোগ গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মণিরুল শেখ। তিনি বাংলাদেশের মুজিবনগর থানার সোনাপুর মাচাপড়া এলাকার বাসিন্দা। গতকাল ধৃত ওই বাংলাদেশিকে চাপড়া পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃতকে আজ কৃষ্ণনগর আদালতে পাঠায় পুলিশ।