BSF Jawans News: রাত তখন ৩টে, সীমান্ত এলাকা ঘিরে নিল BSF, নদিয়ায় ‘বড় অ্যাকশনে’ আধা সেনা

BSF Jawan: জওয়ানরা তৎক্ষণাৎ তৎপর হয়ে সন্দেহভাজনদের ঘিরে ফেলার চেষ্টা করেন। বিএসএফ জওয়ানরা তাঁদের ঘিরে ফেলেছে বুঝতে পেরে, চোরাকারবারীরা আতঙ্কিত হয়ে পড়েন। অন্ধকারে ঘন কলা বাগানের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

BSF Jawans News: রাত তখন ৩টে, সীমান্ত এলাকা ঘিরে নিল BSF, নদিয়ায় বড় অ্যাকশনে আধা সেনা
সীমান্তে তীক্ষ্ণ নজর বিএসএফেরImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 09, 2025 | 4:55 PM

নদিয়া: তখন ভোররাত। কর্তব্যে অবিচল রয়েছেন বিএসএফ (BSF) জওয়ানরা। সেই সময় হঠাৎই একটি শব্দ। বিএসএফ জওয়ানদের বুঝতে অসুবিধা হয়নি। দ্রুত ভারত-বাংলাদেশের সীমান্তের কলাবাগান এলাকা ঘিরে ফেলেন তাঁরা। সেই সময়  চোরাকারবারিরা বুঝে যান লুকিয়ে থেকে আর লাভ নেই। আধা সেনা ঘিরে ফেলেছে তাঁদের। প্রাণ বাঁচাতে পড়িমরি করে ছুট। অন্ধকারের সুযোগে পালাল তাঁরা। অভিযুক্তদের ধরতে না পারলেও, জওয়ানদের হাতে উঠে এল প্রচুর বাংলাদেশি টাকা ও নিষিদ্ধ কাশির সিরাপ। একই সঙ্গে উদ্ধার হল প্রচুর পরিমাণ গাঁজা।

জানা গিয়েছে, সোমবার ভোররাতে নদিয়ার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের ১৬১ নম্বর ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট গোংরার জওয়ানরা গোপন তথ্য পান যে বেআইনি জিনিস পাচার হতে পারে। এরপর ভোর তিনটেক দিকে তাঁরা কাঁটাতারের বেড়ার কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। যেখানে বেশ কয়েকজন চোরাকারবারী একটি কলা বাগানে লুকিয়ে ছিল।

জওয়ানরা তৎক্ষণাৎ তৎপর হয়ে সন্দেহভাজনদের ঘিরে ফেলার চেষ্টা করেন। বিএসএফ জওয়ানরা তাঁদের ঘিরে ফেলেছে বুঝতে পেরে, চোরাকারবারীরা আতঙ্কিত হয়ে পড়েন। অন্ধকারে ঘন কলা বাগানের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। এই ঘটনার পর এলাকা জুড়ে একটি তল্লাশি অভিযান শুরু করেন জওয়ানরা। তখন চোরাকারবারীদের কোনও সন্ধান পাওয়া না গেলেও, তল্লাশির সময়, ২১,০০,০০০ বাংলাদেশি মুদ্রা, ৩৪০ বোতল ফেনসিডিল এবং ১১ কেজি গাঁজা উদ্ধার করেন তাঁরা।