BSF: একসঙ্গে ৬০ জন বাংলাদেশিকে খুঁজে-খুঁজে বের করল BSF, আর তারপরই ….

Bangladeshi: তদন্তে উঠে এসেছে, এই সকল অনুপ্রবেশকারীরা বিগত কয়েক বছরে বিভিন্ন সময়ে চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে তাঁরা মুম্বই, দিল্লি ও অসম-সহ বিভিন্ন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। পরবর্তীতে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ তাঁদের গ্রেফতার করে।

BSF: একসঙ্গে ৬০ জন বাংলাদেশিকে খুঁজে-খুঁজে বের করল BSF, আর তারপরই ....
বিএসএফImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 25, 2025 | 8:44 PM

নদিয়া: বছরের পর বছর এখানেই থাকছিলেন। অথচ এরা সকলে বাংলাদেশি। এবার তাঁদেরই চিহ্নিত করল বিএসএফ (BSF)। বেআইনিভাবে প্রবেশ করে বছরের পর বছর বিভিন্ন রাজ্যে বসবাস করা এমন ষাট জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে অবশেষে দেশে ফেরত পাঠাল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকালে দক্ষিণবঙ্গ সীমান্তের মুরুটিয়া সীমান্ত চৌকিতে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে।

বিএসএফের ১১ নম্বর ব্যাটালিয়ন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের আইনি প্রক্রিয়া এবং বিএসএফ-এর অফিসারদের নির্দেশ অনুসারে প্রথম দফায় ৩০ জন বাংলাদেশিকে মুরুটিয়ার গান্ধিনা সীমান্তের ১৪৭ নম্বর গেট সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে বাকি ৩০ জনকে ১৩৩/৩ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলার সংলগ্ন পথ দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

তদন্তে উঠে এসেছে, এই সকল অনুপ্রবেশকারীরা বিগত কয়েক বছরে বিভিন্ন সময়ে চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে তাঁরা মুম্বই, দিল্লি ও অসম-সহ বিভিন্ন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। পরবর্তীতে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ তাঁদের গ্রেফতার করে। এরপর আদালতের নির্দেশে বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার সকালেই তাঁদের নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়।

বিএসএফের এক সিনিয়র আধিকারিক বলেন, “সমস্ত প্রত্যাবাসন প্রক্রিয়া আইন মেনে ও মানবিক দৃষ্টিকোণ থেকে সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের অনুপ্রবেশ না ঘটে, সেই লক্ষ্যে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

এই ঘটনার পর সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। পাশাপাশি বিজিবি ও বিএসএফ দুই বাহিনীর মধ্যে সীমান্ত নিরাপত্তা বিষয়ে নতুন করে সমন্বয় বৈঠকের।