Murder: বাড়িতে ঢুকে পরপর গুলি, নদিয়ায় মৃত্যু ব্যবসায়ীর

Murder: ঘটনার খবর পেয়ে রাজা ভৌমিকের বাড়িতে আসে তাহেরপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। রানাঘাট মহকুমা হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

Murder: বাড়িতে ঢুকে পরপর গুলি, নদিয়ায় মৃত্যু ব্যবসায়ীর
ঘটনায় শোরগোল গোটা এলাকায় Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 08, 2023 | 11:58 PM

তাহেরপুর: বাড়িতে বসেছিলেন। আচমকা দরজায় টোকা। দরজা খুলতেই হুড়মুড় করে ঢুকে পড়ল তিনজন। কিছু বোঝার আগেই পরপর গুলি। গুলিবিদ্ধ মৃত্যু হল বাড়ির মালিকের। ঘটনাটি নদিয়ার তাহেরপুরের। মৃত ব্যক্তির রাজা ভৌমিক। কী কারণে দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ। হামলার ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি। 

তাহেরপুরের বারাসত পঞ্চায়েত এলাকায় বাড়ি রাজা ভৌমিকের। বছর ঊনপঞ্চাশের এই ব্যক্তি হোটেল ব্যবসায়ী ছিলেন। কৃষ্ণনগর রাজ্য সড়কে তাহেরপুর এলাকায় একটি হোটেল আছে। জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়িতে বসে গল্প করছিলেন। বাইরে থেকে দরজায় টোকা দেয় কেউ। গিয়ে দরজা খুলে দেন রাজা ভৌমিকের স্ত্রী। সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই রাজা ভৌমিককে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় তারা। গুলি ওই ব্যবসায়ীর বুকে লাগে। গুলি চালানোর পরই চম্পট দেয় দুষ্কৃীতারা।

ঘটনায় হতচকিত হয়ে যান রাজা ভৌমিকের পরিজনরা। সম্বিত ফিরতেই তড়িঘড়ি তাঁকে বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। রাজা ভৌমিকের শ্যালক দীপক দেবনাথ বলেন, আজ রাতে ভাগ্নে আমাকে ফোন করে। আমাকে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে। তিনজন বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে। কেন গুলি চালিয়েছে জানি না। 

ঘটনার খবর পেয়ে রাজা ভৌমিকের বাড়িতে আসে তাহেরপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। রানাঘাট মহকুমা হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ।