
কালীগঞ্জ: চড়ছে ভোটের উত্তাপ। হাতে আর দশটা দিন। তারপরই ফের ভোট কালীগঞ্জে। কয়েকদিন আগেই বাংলা-সহ চার রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ১৯ জুন হতে চলছে ভোটগ্রহণ। ফলপ্রকাশ ২৩ তারিখ। সূত্রের খবর, ইতিমধ্যেই কালীগঞ্জে এসে গিয়েছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে শুরু হয়ে গেল টহল। জওয়ানদের কথা বলতে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও।
কালীগঞ্জ বিধানসভা ১৩ টি পঞ্চায়েত এলাকায় রয়েছে। সব ক’টা বিধানসভাতেই পুলিশকে সঙ্গে নিয়ে টহল দিতে দেখা গেল জওয়ানদের। এদিন সকালে শুরুতেই কালীগঞ্জের বড়চাঁদঘর পঞ্চায়েত এলাকায় নলদাপাড়াতে রুটমার্চ করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে।
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা ভোটে এই বিধানসভার আগের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ ১ লক্ষ ১১ হাজারের বেশি ভোটে তাঁর নিকটবর্তী বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে হারিয়ে জয়ী হয়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও আর বাঁচানো যায়নি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তারপর থেকেই বিধায়ক শূন্য এই বিধানসভা। কিন্তু, তাঁর জায়গায় নতুন বিধায়ক বাছতে শেষ পর্যন্ত কবে ভোট হয় সেদিকে নজর ছিল এলাকার বাসিন্দাদের। এই কালীগঞ্জেই এবার তৃণমূলের টিকিটে লড়ছেন নাসিরুদ্দিনেরই কন্যা আলিফা আহমেদ। অন্যদিকে বিজেপির টিকিটে লড়ছেন আশিস ঘোষ।