নদিয়া: জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী। সেই জয়ের পর থেকেই নাকি বাড়িতে টিকতে পারছেন না তিনি। প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা হেরে যাওয়ায় বাড়িতে থাকাই নাকি দায় হয়ে উঠেছিল বাম প্রার্থী আব্দুল শেখের। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে যোগ দিতে হয়েছে তৃণমূলে। এমনই দাবি করেছেন নদিয়ার গয়েশপুরের ওই জয়ী প্রার্থী। বৃহস্পতিবারই তিনি যোগ দিয়েছেন তৃণমূলে।
নদিয়ার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতে মোট ২১ টি আসন রয়েছে। তার মধ্যে বিজেপি পেয়েছে ১০টি আসন, আর তৃণমূল ৯টি। সিপিএম একটি ও অন্যান্য একটি আসন পেয়েছিল। আব্দুল শেখের অভিযোগ, সিপিএমের টিকিটে তিনি জয়ী হওয়ার পর থেকেই তাঁর ওপর হামলা হচ্ছিল। ১০ বছর ধরে যিনি তৃণমূল প্রধান ছিলেন, সেই শুক্লাবিবি মণ্ডল ও তাঁর স্বামী নাকি দলবল চড়াও হয়েছিলেন ওই প্রার্থীর বাড়িতে। বাড়ি ভাঙচুর করে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আব্দুল বলেন, বাধ্য হয়েই তৃণমূলে যোগদান করেছি।
শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিয়েছেন আব্দুল। এরপর এদিনই তিনি শান্তিপুর থানায় যান। তিনি যাতে বাড়ি ফিরতে পারেন, সে কারণেই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন।
শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন আব্দুল সহ আরও অনেকে। তাঁরাই তৃণমূলে যোগদান করেছেন। তবে এই দলবদল নিয়ে কটাক্ষ করেছে সিপিএম ও বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, তৃণমূল যেখানে হেরেছে সেখানে নতুন করে বোর্ড গঠন করার জন্য পুলিশকে কাজে লাগিয়ে বিরোধী দলের জয়ী প্রার্থীদের চাপে রাখা হচ্ছে।