Nadia: লোভ তো ছিলই, শেষমেস পিসি-র সঙ্গে এই কাণ্ড ঘটাল ভাইপো! পুলিশের সামনে গড়গড় করে বলে দিল সব

Nadia: বিছানায় পড়েছিল চাপ চাপ রক্ত, ঘরের ভিতর মেঝেতেও রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। রড, মদের বোতলও উদ্ধার করা হয়েছিল।

Nadia: লোভ তো ছিলই, শেষমেস পিসি-র সঙ্গে এই কাণ্ড ঘটাল ভাইপো! পুলিশের সামনে গড়গড় করে বলে দিল সব
পিসি ও ভাইপোImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 06, 2025 | 3:38 PM

নদিয়া: বছর ৫৫-র মঞ্জুলা দাস ছিলেন নিঃসন্তান। তাঁর নামে ছিল কোটি টাকার সম্পত্তি। আর সেই সম্পত্তিই কাল হল! পিসি-র সম্পত্তি নিয়ে লোভ বেড়ে চলেছিল ভাইপোর। তবে এমনটা যে ঘটবে, তা আঁচ করেননি পরিবারের সদস্যরা। অবশেষে এক সপ্তাহ পর হল কিণারা।

সপ্তাহখানেক আগে চাপড়ার আইসিডিএস কর্মী মঞ্জুলা দাসের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। গত সপ্তাহে শুক্রবার সকালে নদিয়ার চাপড়া থানার দৈয়েরবাজার ঢাকাপাড়ায় ঘরের মধ্যে ওই দেহ উদ্ধার করে পুলিশ। বিছানায় পড়েছিল চাপ চাপ রক্ত, ঘরের ভিতর মেঝেতেও রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। রড, মদের বোতলও উদ্ধার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করেছিল, মাথায় রড মেরে খুন করা হয়েছিল ওই মহিলাকে।

সেই ঘটনায় পুলিশের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। কয়েক কোটি টাকার সম্পত্তি হাতানোর লালসাতেই ভাইপো খুন করেছে পিসিকে। জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত অঙ্গনওয়াড়ি কর্মীর নামের কয়েক কোটি টাকার সম্পত্তি ছিল। সেই সম্পত্তি হাতানোর লালসাতেই পিসিকে খুন করে তাঁরই ভাইপো। পুলিশ সূত্রে খবর, জমি বেচাকেনাকে কেন্দ্র করে পিসিকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করত ভাইপো রজত দাস। একাধিকবার তাঁকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে ভাইপোর বিরুদ্ধে।

খুনের তদন্তে নেমে ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়। পুলিশের জেরায় ভাইপো সবটা স্বীকার করে নেয়। সে জানায়, পিসিকে খুন করেছে সেই। আরও জিজ্ঞাসাবাদের জন্য রজত দাসকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে শুক্রবার কৃষ্ণনগর আদালতে পেশ করেছে পুলিশ।