মায়াপুর: নিত্যদিনের মতোই স্নানে ব্যস্ত ছিলেন সকলে। কিন্তু হঠাৎই গঙ্গার জলে নাকি কুমির দেখতে পেলেন তাঁরা। ব্যাস আর কোথায় যায়। পড়ি কী মরি করে ছুট সকলে। কার্যত কুমির আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। গঙ্গার ঘাটে স্নান করা বন্ধ করে দিলেন তারা। দিয়ার মায়াপুর তারনপুর জলঙ্গি নদীর ঘাটে।
জানা গিয়েছে, শুক্রবার রাত্রিবেলা হঠাৎই মায়াপুর ঘাট সংলগ্ন তারনপুর ঘাটে ভাসতে দেখা যায় একটি পূর্ণবয়স্ক কুমীরকে। ঘাটে কর্তব্যরত নৌকা চালক থেকে শুরু করে স্থানীয় দোকানদারের নজরে আসতেই টর্চের আলো জ্বালতেই পালিয়ে যায় কুমিরটি। ঘটনার পর খবর দেওয়া হয় মায়াপুর পুলিশ ফাঁড়ি ও বন দফতরে।
ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা এসে খোঁজাখুঁজির পরে চলে যায়। যদিও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয় প্রশাসনের তরফ থেকে। তাপস কুমার বিশ্বাস বলেন, “আমরা স্নান করছিলাম। সেই সময় জলে একটা কুমির দেখতে পেয়েছিলাম। খানিক পরে আর যদিও দেখতে পাইনি তাকে। সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় জনগণকে বিষয়টি জানাই।”