
নদিয়া: সোনার গয়না প্রস্তুতকারক ও বিক্রয়কারী সংস্থার রানাঘাটের আউটলেটে ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ধৃত পাঁচ জনের মধ্যে সেদিন দু’জনের শরীরে গুলি লেগেছিল। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে শুক্রবার। এনআরএস হাসপাতালে মৃত্যু হয়েছে মনিকান্ত যাদব নামে ওই দুষ্কৃতীর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মনিকান্ত আগে থেকেই কিডনির সমস্যায় ভুগছিল। গত রবিবার কল্যাণী জেএনএম হাসপাতাল থেকে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিল। অঙ্গপ্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে যায়। শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
গত ২৯ তারিখ রানাঘাটের সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। তার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। দেখা যায়, দুষ্কৃতীরা ব্যাগ ভর্তি করে লুঠের সোনার গয়না নিয়ে বেরিয়ে যাওয়ার সময়ে নিরাপত্তাকর্মীদের উদ্দেশে গুলি চালাচ্ছিল। প্রতিরোধ গড়তে গুলি চালান নিরাপত্তাকর্মীরা ও পুলিশও। সেসময় পুলিশ তাড়া করে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে ফেলে। পুলিশের গুলিতে আহত হয়েছিল ২ জন। তারপর থেকে তারা হাসপাতালেই চিকিৎসাধীন ছিল।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মনিকান্ত আদতে বিহারেরই বাসিন্দা। ডাকাতির এক-দেড় মাস আগে থেকে তারা কল্যাণীর বি ব্লকের এগারো নম্বর ওয়ার্ডে দুটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল। মূলত এলাকার রেইকি করতেই এই পরিকল্পনা। তদন্তে পুলিশ জানতে পেরেছে, মনিকান্তরা মূলত বিহারের হাজিপুরে একটা গ্যাঙের সদস্য। এই গ্যাঙ মূলত সোনার দোকানগুলিকেই টার্গেট করে। মনিকান্তর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বার করার চেষ্টা করেছিলেন তদন্তকারীরা। কিন্তু জেরার সুযোগই সেঅর্থে পাননি। হাসপাতালে ভর্তির পর থেকে ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে শুক্রবার মৃত্যু।