Nadia: বাড়িতে ঝামেলা করে ৫ বছরের মেয়েকে নদীতে ফেলে দিল বাবা, পুলিশ উদ্ধার করলেও শেষ রক্ষা হল না

Mahadeb Kundu | Edited By: জয়দীপ দাস

Mar 15, 2025 | 11:38 AM

Nadia: পরিবার সূত্রে খবর, অশান্তির মধ্যেই শুক্রবার মেয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বাবু। কিছু সময় পর আবার ফিরেও আসে। কিন্তু ততক্ষণে আর সঙ্গে ছিল না মেয়ে। বাড়ি ফিরে জানায় সে মেয়েকে জলে ফেলে দিয়েছে।

Nadia: বাড়িতে ঝামেলা করে ৫ বছরের মেয়েকে নদীতে ফেলে দিল বাবা, পুলিশ উদ্ধার করলেও শেষ রক্ষা হল না
শোকের ছায়া এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

নদিয়া: পাঁচ বছরের মেয়েকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে। পরিবারিক অশান্তির জেরেই এ ঘটনা বলে দাবি পরিবারের সদস্যদের। শেষ পর্যন্ত খবর চলে যায় পুলিশের কানে। পুলিশ গিয়ে নদী থেকে শিশুটিকে উদ্ধার করে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ধুবুলিয়া থানার মায়াকোল গ্রামে। গ্রামের পাশ দিয়ে গিয়েছে জলঙ্গি নদী। সেখানেই পাঁচ বছরের বাচ্চা মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার বাসিন্দা বাবু ঘোষের বিরুদ্ধে। 

স্থানীয় সূত্রে খবর, বছর সাতেক আগে কোতোয়ালি থানার শম্ভু নগরের বর্ষা ঘোষের সঙ্গে বিয়ে হয় বাবুর। কিন্তু, বিয়ে হলেও সুখ ছিল না পরিবারে। অশান্তি লেগেই থাকতো। অভিযোগ প্রায়শই মদ্যপান করে এসেও বাড়িতে অশান্তি করতো বাবু। এদিকে বিয়ের কিছু সময়ের মধ্যে তাঁদের একটি কন্যা সন্তান হয়। বছর পাঁচেকের পিউয়ের বয়স এখন ৫। বাড়ির পাশেই অঙ্গনওয়ারি কেন্দ্রে পড়াশোনা করছিল। এদিকে এরইমধ্যে আবার সাংসারিক অশান্তি চরমে ওঠে। 

পরিবার সূত্রে খবর, অশান্তির মধ্যেই শুক্রবার মেয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বাবু। কিছু সময় পর আবার ফিরেও আসে। কিন্তু ততক্ষণে আর সঙ্গে ছিল না মেয়ে। বাড়ি ফিরে জানায় সে মেয়েকে জলে ফেলে দিয়েছে। এ কথা শুনে চোখ কার্যত কপালে উঠে যায় পরিবারের সদস্যদের। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। শুরু হয় পিউয়ের খোঁজ। খবর যায় পুলিশে। খবর পেয়ে পুলিশ এসে শেষ পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ডাক্তারকে পিউকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনায় শোকের ছায়া পরিবার। পুলিশ বাবুকে গ্রেফতার করেছে।  

Next Article