Nadia: ইটভাটার অদূরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

Nadia: খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন ইট ভাটার মালিকও। মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বেথুয়াডহরি হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত লে ঘোষণা করে দেন।

Nadia: ইটভাটার অদূরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ
শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 24, 2025 | 3:54 PM

নাকাশিপাড়া: ইটভাটায় মহিলা শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার। ব্যাপক চাঞ্চল্য নদীয়ার নাকাশিপাড়ার মালুম গাছার একটি ইটভাটায়। মৃতার নাম রাসমণি কিস্কু। এদিন ভাটা থেকে ২০০ মিটার দূরে একটি আম গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। খবর যায় পুুলিশে। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন ইট ভাটার মালিকও। মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বেথুয়াডহরি হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত লে ঘোষণা করে দেন। সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় নাকাশিপাড়া থানায়। সেখান থেকে শক্তিনগর মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। কিন্তু, কী কারণে মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আত্মহত্যা নাকি খুন, তাও খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। 

সূত্রের খবর, মহিলার বাড়ি বিহারে। মালুম গাছার ওই ইটভাটায় কাজ করছিলেন মাস ছয়েক ধরে। বর্তমানে বাড়িতে দুই সন্তানও রয়েছে। মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে সন্তানরা। তাঁদেরও কাছেও মায়ের মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ। কথা বলা হচ্ছে পরিবারের অন্যান্যদের সঙ্গে।