
নদিয়া: জাল নথি দিয়ে এমবিবিএস কোর্সে ভর্তির চক্র। এবার পুলিশের জালে ৩। তাঁদের মধ্যে এক জন বিহারের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে ওই তিন জনকে গ্রেফতার করে নদিয়ার কল্যাণী থানার পুলিশ। অভিযোগ, আসানসোল ও বনগাঁ থেকে দুই ছাত্রী কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালে কয়েকদিন আগে এমবিবিএস কোর্সে ভর্তি হতে যান।
কলেজ অফ মেডিসিন এন্ড জিএনএম হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যে সমস্ত নথি নিয়ে তাঁরা ভর্তি হতে এসেছিলেন, সবটাই জাল। কিন্তু যতক্ষণে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারে, ততক্ষণে পালিয়ে যায় ওই দুই ছাত্রী ও তাঁর পরিবারের সদস্যরা।
পরে কল্যাণী থানা অভিযোগ করলে তদন্ত নামে পুলিশ। তদন্ত নামে পুলিশ গতকাল তিন জনকে গ্রেফতার করে। দুই যুবতী,এক যুবক-সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। দুই যুবতীর বাড়ি কলকাতা ও যুবকের বাড়ি বিহারে। ধৃতদের আজ কল্যাণী আদালতে পেশ করে পুলিশ।
গত কয়েক মাসে কোথাও কোনও কলেজে কিংবা কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার নামে, কিংবা ব্যবসায় সুবিধা পাইয়ে দেওয়া, ভুয়ো সরকারি আধিকারিক পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ সামনে আসছে। তদন্তকারীরাই বলছেন, কলকাতা থেকে জেলার প্রত্যন্ত গ্রামে প্রতারকরা প্রতারণার জাল বিছিয়ে রেখেছেন। প্রতারকরা মূলত চাকরিপ্রার্থী, কিংবা ব্যবসায়ীদেরই টার্গেট করছে। চাকরি পাইয়ে দেওয়ার সুবিধা, কিংবা কোর্সে ভর্তি করিয়ে দেওয়া, বা কারোর দুর্বল কোনও বিষয়টি সম্পর্কে জেনে, সেই সুযোগ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েই প্রতারণার করছে। লুঠ লুঠ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা।