
নদিয়া: বুধবার রাতেও ছিল ঠিকঠাক। শিব মন্দিরে ভগবানকে পুজো দেওয়ার পর মন্দিরের গেটে তালা দিয়ে চলে গিয়েছিলেন পুরোহিত। কিন্তু বৃহস্পতিবার সকাল হতেই দেখা গেল পুরো চিত্র গিয়েছে বদলে। শিবের গা থেকে চুরি হয়ে গেল অলঙ্কার। বিগত কয়েকদিনে একাধিক মন্দির-বাড়ি দোকানে চুরির ঘটনা ঘটছিল। এবার শিবকেও ছাড়ল না অভিযুক্তরা।
কয়েকদিন আগে শান্তিপুরের জনবহুল এলাকায় সিদ্ধেশ্বরী মন্দির থেকে গহনা চুরিকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। এরপর আজ শান্তিপুরে শিব মন্দির টার্গেট করল দুষ্কৃতীরা। জানা যাচ্ছে, শান্তিপুর পৌরসভার সদস্য কৌশিক প্রামাণিকের বাড়ি সংলগ্ন লাগোয়া শিব মন্দির থেকে চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে খবর, মন্দিরের শিবলিঙ্গের গায়ে একাধিক সোনা ও রূপোর অলঙ্কার লাগানো ছিল। পাশাপাশি শিবলিঙ্গের সঙ্গে একটি বড় রুপোর সাপও ছিল। রাতের অন্ধকারে চোরেরা সেসব মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। এ কৌশিক প্রামাণিক জানান, “গত প্রায় ছয় বছর ধরে মন্দিরের দানবাক্স খোলা হয়নি। দানবাক্সে লক্ষাধিক টাকা জমা ছিল বলে মনে করছি। এছাড়াও বিপুল পরিমাণ সোনার গহনা মন্দিরে সংরক্ষিত ছিল, যা চোরেরা নিয়ে পালিয়েছে।” ঘটনার খবর পেয়ে বিষয়টি শান্তিপুর থানাকে জানানো হয়েছে। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মন্দির ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।