Nadia: ‘নিউটনের থেকে কম নন মমতা’, মুখ্যমন্ত্রীর ‘অনুপ্রেরণায়’ দাস থেকে বন্দ্যোপাধ্যায় হলেন প্রধান শিক্ষক

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 15, 2023 | 12:25 PM

Mamata Banerjee: নদিয়ার হোগলবেরিয়া আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককের পদে কর্মরত গিরীন্দ্রনাথবাবু। এর আগেও পাঠ্য পুস্তকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি।

Nadia: ‘নিউটনের থেকে কম নন মমতা’, মুখ্যমন্ত্রীর ‘অনুপ্রেরণায়’ দাস থেকে বন্দ্যোপাধ্যায় হলেন প্রধান শিক্ষক
গিরীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রধান শিক্ষক (নিজস্ব চিত্র)

Follow Us

নদিয়া: ছিলেন দাস। হলেন বন্দ্যোপাধ্যায়। সেই কারণে নিজের আসল পদবী বদলে গিরীন্দ্রনাথ দাস থেকে হয়ে গেলেন গিরীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন এমন ইচ্ছা স্কুলের প্রধান শিক্ষককের? কারণে খুঁজতে গিয়ে জানা গেল আসলে গিরীন্দ্রনাথবাবু মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ ভক্ত। মাস্টারমশাইয়ের মতে মমতা মুনি-ঋষির ন্যায় সমতুল্য। সেই কারণেই তাঁর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বাবার পদবী পরিবর্তন করে বন্দ্যোপাধ্যায় পদবী রাখলেন প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ।

নদিয়ার হোগলবেরিয়া আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককের পদে কর্মরত গিরীন্দ্রনাথবাবু। এর আগেও পাঠ্য পুস্তকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। পাঠ্যপুস্তকে নিজের দায়িত্ব নিয়ে ছবি ছাপানোয় কয়েকজন পড়ুয়া প্রতিবাদ করেন। সেই সময় ওই ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ ওঠে প্রধান শিক্ষককের বিরুদ্ধে। ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা এসে পরবর্তীকালে বিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। প্রধান শিক্ষককের জবাব ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। তিনি গোটা রাজ্যটা চালাচ্ছেন। তার অধীনে পুলিশ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সবকিছুই চলছে। রাজ্যের সাধারণ মানুষ একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাহলে কেন মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না পাঠ্যপুস্তকের প্রথমে।

এরপর আরও একধাপ এড়িয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুপ্রাণিত হয়ে ভক্ত হিসাবে পদবী পরিবর্তন করে বন্দ্যোপাধ্যায় হলেন। তাঁর সাফ জবাব মুখ্যমন্ত্রী একজন মুনি ঋষি সমতুল্য সেই কারণে ভক্ত হিসেবে তিনি নিজের পদবী পরিবর্তন করে ‘ব্যানার্জি’ রেখেছেন।

এদিন তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইজ্যাক নিউটনের থেকেও কম কিছু নয়। বিভিন্ন ঋষি মনীষীর মতো সমান দক্ষ তিনি। কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী এবং রূপশ্রী সহ মানুষ একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। পানীয় জল থেকে শুরু করে চাল সবকিছুই বাড়িতে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতো মুখ্যমন্ত্রী গোটা দেশ কেন পৃথিবীতে একটাও নেই।” তিনি আরও বলেন, “কর্নাটকে বিজেপি পরাজিত হয়েছে। আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হবেন। সেই কারণেই আমি তার খুব প্রিয় ভক্ত হয়ে নিজের টাইটেল চেঞ্জ করেছি।”

Next Article