Road Accident: টোটো-চারচাকার মুখোমুখি সংঘর্ষ, নদিয়ায় শিশু-সহ মৃত ৭, আশঙ্কাজনক একাধিক

Road Accident: স্থানীয় বাসিন্দারা জানচ্ছেন, ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই কার্যত মৃত্যুর মুখে ঢলে পড়ে শিশু-সহ তিনজন। পরবর্তীতে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেন।

Road Accident: টোটো-চারচাকার মুখোমুখি সংঘর্ষ, নদিয়ায় শিশু-সহ মৃত ৭, আশঙ্কাজনক একাধিক
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 14, 2025 | 1:49 PM

চাপড়া: দোলের সকালে নদিয়ার চাপড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। টোটো ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৭ জনের মৃত্যু। আহত একাধিক। তাঁদের মধ্যে অনেককেই ইতিমধ্যেই চাপড়া হসাপাতাল ও বেশ কিছুজনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, নাকাশিপাড়া থেকে টোটোয় চেপে চাপড়ায় ঈদের বাজার করতে এসেছিলেন বেশ কয়েকজন। বাজার করে ফেরার পথেই ঘটে এ ঘটনা। রাস্তাতেই চারচাকা গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় বাসিন্দারা জানচ্ছেন, ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই কার্যত মৃত্যুর মুখে ঢলে পড়ে শিশু-সহ তিনজন। পরবর্তীতে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাপড়া থানার পুলিশ। আহতদের অনেককেই স্থানীয় বাসিন্দারা প্রথমে চাপড়া হাসপাতালে ভর্তি করে। সেখানে বেশ কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। যদিও তারপরেও শেষ রক্ষা হয়নি। মুহূর্তেই মৃতের সংখ্যা বেড়ে হয়ে যায় ৭। শোকের ছায়া এলাকায়।