Nadia Murder: ঘরের দরজায় তালা দিয়ে কুপিয়ে-কুপিয়ে স্ত্রীকে ‘খুন’ স্বামীর!

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 01, 2024 | 7:37 PM

Nadia Murder: কোনও মতে ওই মহিলা রক্তাক্ত অবস্থায় তাঁর বাবাকে ফোন করেন। দ্রুত তাঁর বাবাও ভাই বাড়িতে আসেন। দেখতে পান ঘরের মধ্য়ে রয়েছে অভিযুক্ত ব্যক্তি। এরপর ধানতলা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে জানায়।

Nadia Murder: ঘরের দরজায় তালা দিয়ে কুপিয়ে-কুপিয়ে স্ত্রীকে খুন স্বামীর!
এই ঘরেই খুন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নদিয়া: স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘরের দরজায় তালা মেরে ওই মহিলাকে মেরে ফেলা হয়েছে বলে খবর। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার কুশোবেড়িয়া এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মৃতার পরিবারের দাবি,ধানতলা থানার কুশোবেরিয়া এলাকায় প্রায় বারো বছর আগে নির্মল দত্তের সঙ্গে সুচিত্রা বিশ্বাসের বিবাহ হয়। সুচিত্রা গান গাইতেন। পেশায় সঙ্গীত শিল্পী। পরিবার সূত্রে খবর, বিবাহের কয়েক বছর কেটে যাওয়ার পর থেকে তাঁদের পারিবারিক বিবাদ শুরু হয়। সেই বিবাদের জেরে ওই মহিলা নিজের সন্তানকে সঙ্গে নিয়ে পাশের একটি ঘর ভাড়া নিয়ে আলাদা থাকতে শুরু করেন। গান-করেই নিজে সংসার চালাত নির্মলের প্রথম পক্ষের স্ত্রী সুচিত্রা। স্বামী নির্মল দত্ত পুনরায় বিয়ে করেন। এরপর হঠাৎই রবিবার দুপুর বেলায় সুচিত্রার ভাড়া বাড়িতে আসে অভিযুক্ত। অভিযোগ, ঘরের মধ্যে দরজার তালা দিয়ে ধারাল অস্ত্র দিয়ে সুচিত্রাকে কোপাতে থাকেন তিনি।

কোনও মতে ওই মহিলা রক্তাক্ত অবস্থায় তাঁর বাবাকে ফোন করেন। দ্রুত তাঁর বাবাও ভাই বাড়িতে আসেন। দেখতে পান ঘরের মধ্য়ে রয়েছে অভিযুক্ত ব্যক্তি। এরপর ধানতলা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে জানায়। পুলিশ মৃতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য দেহ মর্গে পাঠায়। ঘটনায় পর স্বামী নির্মল দত্তকে পুলিশ আটক করেছে। মৃতের বাবা বলেন, “মেয়ে ফোন করে বলে বাবা তুমি আসো আমি আর নেই। আমরা দৌড়ে গিয়ে ঘরে ঢুকে তালা মেরে কোপাচ্ছে।”

Next Article