Nadia: CBI চেয়ে হাইকোর্টে তামান্নার পরিবার, মামলা লড়বেন বিকাশ ভট্টাচার্য

Nadia: গত ২৩ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের বিজয়োল্লাসের সময় বোমা ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। সেই বোমার আঘাতেই মৃত্যু হয় ক্লাস ফোরের তামান্নার।

Nadia: CBI চেয়ে হাইকোর্টে তামান্নার পরিবার, মামলা লড়বেন বিকাশ ভট্টাচার্য
মেয়ের ন্যায় বিচার চেয়ে কলকাতায় তামান্নার পরিবারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 03, 2025 | 11:40 AM

নদিয়া: কালীগঞ্জে বোমার বলি ছোট্ট তামান্নার পরিবার। পুলিশি তদন্তে আর ভরসা রাখতে পারছেন না মৃতের মা-বাবা। ২৪ জনের এফআইআর হলেও এখনও পর্যন্ত অধরা ১৫ জন। সেই কারণে ন্যায় বিচার চাইতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তামান্নার পরিবার। তাঁদের হয়ে মামলা লড়বেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

গত ২৩ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের বিজয়োল্লাসের সময় বোমা ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। সেই বোমার আঘাতেই মৃত্যু হয় ক্লাস ফোরের তামান্নার। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার পনেরো জন। গত শুক্রবারই তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখ এবং তাঁর ছেলে বিমল শেখকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের তোলা হয় কৃষ্ণনগর আদালতে।

মৃত তামান্নার মা বলেন, “আমরা হাইকোর্টে যাচ্ছি। আশা করব বিচার পাব। সেই কারণে বিকাশ ভট্টাচার্যের সঙ্গে যাচ্ছি। এখনও অনেক আসামি বাইরে আছে। এতদিন পুলিশের উপর ভরসা করেছিলাম। কিন্তু এখনও দেখি অনেকে বাইরে ঘুরছে।” অপরদিকে তামান্নার বাবা বলেন, “এতদিন পুলিশের উপর ভরসা করেছিলাম। এখন সিবিআই তদন্ত চাইছি।”