Kalyani: ভোল বদলেছে স্টেশনের, এবার বদলাবে নাম! ‘কল্যাণী ঘোষপাড়া’ নিয়ে বড় দাবি

Kalyani: কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত প্রকল্পের আওতায় শতাধিক স্টেশন একেবারে নতুন চেহারায় আত্মপ্রকাশ করেছে। তার মধ্যে অন্যতম নদিয়ার এই কল্যাণী ঘোষপাড়া স্টেশন।

Kalyani: ভোল বদলেছে স্টেশনের, এবার বদলাবে নাম! কল্যাণী ঘোষপাড়া নিয়ে বড় দাবি
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 22, 2025 | 3:48 PM

নদিয়া: আজ থেকে নতুন রূপে আত্মপ্রকাশ করল কল্যাণী ঘোষপাড়া স্টেশন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে মোট ১৩০টি ‘অমৃত ভারত’ স্টেশনের উদ্বোধন করেছেন। তার মধ্যে রয়েছে রাজ্যের তিনটি স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশনও তার মধ্যে একটি। আর সেই স্টেশন উদ্বোধনের পরই উঠল নতুন দাবি।

স্থানীয় বাসিন্দা, যাঁরা প্রতিদিন এই স্টেশন দিয়ে যাতায়াত করেন, তাঁদের দাবি কল্যাণী ঘোষপাড়া স্টেশনের নাম বদলে দিতে হবে। তাঁরা চান স্টেশনের সঙ্গে নাম যুক্ত করা হোক ‘সতী মা’য়ের নাম। প্রায় আড়াইশ বছরের প্রাচীন ঐতিহ্য রয়েছে কল্যাণীতে। বহু পুরনো সেই মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতি দেখা যায়। তাই সেই সতী মায়ের নাম যুক্ত করতে চান এলাকাবাসী।

প্রতি বছর কল্যাণীর সতী মায়ের মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। তাই এই স্টেশনের নামকরণ করার আবেদন জানিয়েছেন সতীমার পরিবারের সদস্যরাও। এই বিষয়ে সহমত লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি জানান, বিজেপি সংস্কৃতিমনস্ক দল। তা ঐতিহ্যের কথা মাথায় রেখে নাম পরিবর্তনের বিষয়টি ভাবা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ও এই একই দাবি জানিয়েছেন।