রানাঘাট: ভোটপ্রচারে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখে সন্দেশখালির কথা। শুক্রবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে জনসভা করেন অমিত শাহ। আর সেই মঞ্চ থেকেই শাহ বলেন, সন্দেশখালির দোষীদের উল্টো ঝুলিয়ে সোজা করার কাজ করবে বিজেপি।
এদিন অমিত শাহ বলেন, “সন্দেশখালির মতো ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা পাওয়া দরকার। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরও বছরের পর বছর মহিলাদের শোষণ হয়েছে। সিবিআই তদন্ত করছে। তবে বাংলার মা, বোনেদের চিন্তা করার দরকার নেই। দোষীদের উল্টো টাঙিয়ে সিধা করা হবে।”
সন্দেশখালি নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে তপ্ত বঙ্গ রাজনীতি। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা এখন জেলে। জমি দখল থেকে নারী নির্যাতনের অভিযোগ ঘিরে তপ্ত সন্দেশখালি। এরইমধ্যে গত কয়েকদিনে নতুন মোড়। একের পর এক ভিডিয়ো সামনে আসছে (ভিডিয়োগুলির সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি)। তবে তা ঘিরে নতুন করে বিতর্ক দানা বেধেছে। তবে বিজেপির দাবি, দোষীদের আড়াল করতে তৃণমূল নানা ষড়যন্ত্র করছে। এই আবহে আবার শুক্রবার রাতে অস্ত্র উদ্ধার হয়েছে সন্দেশখালি থেকে। সন্দেশখালির রামপুরের পিঁপড়েখালি খেয়াঘাটের ঘটনা। গোলাম শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।