রোজ-রোজ এসে চুরি, হাতেনাতে ধরলেন সঞ্জিত

Nadia: ওই গ্রামের বাসিন্দা সঞ্জিত দাস। বাড়ি লাগোয়া পোশাকের দোকান তাঁর। কদিন ধরেই দোকানের বেশকিছু পোশাক খোয়া যাচ্ছিল। সন্দেহ হওয়ায় তিনি ও তাঁর স্ত্রী রাত জেগে পাহারা দিতে থাকেন। এরপর রবিবার ভোর রাতে দেখেন স্থানীয় এক যুবক নাম উত্তম দাস দোকানের জানালার ফাঁক দিয়ে বেশ কিছু পোশাক চুরি করে চম্পট দিচ্ছে।

রোজ-রোজ এসে চুরি, হাতেনাতে ধরলেন সঞ্জিত
নাকাশিপাড়ায় চুরি Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 01, 2024 | 8:37 PM

নাকাশিপাড়া: বেশ কয়েকদিন ধরেই দোকান থেকে চুরি যাচ্ছিল জিনিস। একের পর এক দামি-দামি পোশাক কোনওভাবে চুরি হয়ে যাচ্ছিল। দোকানের মালিক প্রথম থেকেই বুঝেছিলেন কিছু একটা ঘটছে। এরপরই খোলসা হল সবটা। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানার কাঁঠালবেড়িয়া গ্রামে।

ওই গ্রামের বাসিন্দা সঞ্জিত দাস। বাড়ি লাগোয়া পোশাকের দোকান তাঁর। কদিন ধরেই দোকানের বেশকিছু পোশাক খোয়া যাচ্ছিল। সন্দেহ হওয়ায় তিনি ও তাঁর স্ত্রী রাত জেগে পাহারা দিতে থাকেন। এরপর রবিবার ভোর রাতে দেখেন স্থানীয় এক যুবক নাম উত্তম দাস দোকানের জানালার ফাঁক দিয়ে বেশ কিছু পোশাক চুরি করে চম্পট দিচ্ছে। সেই সময় তারা বেড়িয়ে এসে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাও পৌছন সেখানে। তারা অভিযুক্তকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

সঞ্জিত দাস নামে দোকানের মালিক বলেন, “অনেক মাল চুরি হচ্ছিল। তারপর কাল রাতে স্বামী স্ত্রী মিলে জেগে ছিলাম। এরপরই দেখি হাত গলিয়ে চুরি করছে। হাতেনাতে ধরি অভিযুক্তকে।”