নদিয়া: রাত্রিবেলা জমি পাহারা দিতে গিয়েছিলেন। অভিযোগ, তখনই তাঁকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। রক্তাক্ত অবস্থায় চাষের জমিতেই পড়েছিলেন তিনি। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার দৈইয়ের বাজার এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সাধন বিশ্বাস (৫৮)। জানা গিয়েছে, তাঁর দেহ উদ্ধার হয়েছে সীমানগর এলাকার জঙ্গলের ভিতর থেকে। পরিবারের দাবি, গতকাল রাত্রে মাঠে ধানের জমি পাহারা দিতে গিয়েছিলেন ওই ব্যক্তি। সকালে পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর আসে।
এই খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চাপড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে শুরু হয়েছে তদন্ত। এ দিকে, পরিবারের অভিযোগ,তাঁদের জমির পাশে অপর জমির মালিকের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ। সেই ঘটনাকে কেন্দ্র করেই গতকাল রাতে ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে। তবে কে বা কারা খুন করেছে তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। মৃতের স্ত্রী পদ্ম বিশ্বাস বলেন, “মাঠে গিয়েছিল। ধান শুকতে। আমার জমি নিয়ে একটা ঝামেলা চলছে। পাশের বাড়ির লোকজন আমার জমি বিক্রি করে দেয়। সেই জমি নিয়ে মামলা চলছে। মনে হচ্ছে যাদের সঙ্গে ঝামেলা ওরাই খুন করেছে।”