Nadia: পুকুর পাড়ে পড়ে রয়েছে প্রিয় সাইকেল, কিন্তু খোঁজ নেই ছোট্ট অমৃকের! ডুবুরি-ড্রোন এনে তল্লাশি পুলিশের

Child Missing: ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আনা হয়েছে ডুবুরিও। পাশাপাশি ড্রোন উড়িয়ে শিশুটির খোঁজ চালাচ্ছে তেহট্ট থানার পুলিশ। এদিকে সম্প্রতি ওই এলাকায় এক শিশু হত্যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তিন অভিযুক্তকে গণপিটুনিও দেয় উত্তেজিত জনতা।

Nadia: পুকুর পাড়ে পড়ে রয়েছে প্রিয় সাইকেল, কিন্তু খোঁজ নেই ছোট্ট অমৃকের! ডুবুরি-ড্রোন এনে তল্লাশি পুলিশের
ব্য়াপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 28, 2025 | 1:39 PM

তেহট্ট: বছর খানেক আগে দত্তক নিয়েছিল পরিবার। বর্তমানে দ্বিতীয় শ্রেণিতে পড়ছিল ৮ বছরের অমৃক বিশ্বাস। বাড়ি জিতপুর এলাকায়। সোমবার থেকে আরও খোঁজ মিলছে অমৃকের। আশাপাশের এলাকা থেকে আত্মীয়-পরিজন সকলের কাছে খোঁজ নিয়েও কোনও সূত্র মেলেনি। রাতেই নিখোঁজ ডায়েরি করা হয়। মাঠে নামে পুলিশ। এরইমধ্যে তেহট্টের ছাতিনা এলাকায় একটি পুকুরের ধারে ঝোপের মধ্যে তার সাইকেলটি পাওয়া যায়। কোনওভাবে কী পুকুরের মধ্যে পড়ে গিয়েছে ওই শিশু? ভাবাচ্ছে পুলিশকে। 

ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আনা হয়েছে ডুবুরিও। পাশাপাশি ড্রোন উড়িয়ে শিশুটির খোঁজ চালাচ্ছে তেহট্ট থানার পুলিশ। এদিকে সম্প্রতি ওই এলাকায় এক শিশু হত্যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তিন অভিযুক্তকে গণপিটুনিও দেয় উত্তেজিত জনতা। দু’জনের মৃত্যুর ঘটনাও ঘটে। তাঁরা আবার সম্পর্কে স্বামী-স্ত্রী। এবার নতুন করে এক শিশুর নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

নিখোঁজ অমৃকের বাবা অখিল বিশ্বাস বলছেন, “ও বন্ধুদের সঙ্গে প্রতিদিনই বেড়াতে বের হয়। কালও ৩টে ১০ মিনিট নাগাদ বেরিয়ে যায়। তবে কাল বন্ধুরা ছিল না। ও একাই এসেছিল। সন্ধ্যার আগেও বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু কোথাও পাওয়া যায়নি। ৮টা নাগাদ থানায় গিয়ে জানাই। পুলিশও দ্রুত চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়।” 

কান্নায় ভেঙে পড়েছেন অমৃকের মা মৃণ্ময়ী বিশ্বাস। তিনি বলছেন, “ও বন্ধুদের সঙ্গে রোজই খেলতে যায়। ৫টার মধ্যে ফিরে আসে। কিন্তু সোমবার ৫টার মধ্যে ফিরে না আসায় আমরা খোঁজ শুরু করি। খোঁজ না পাওয়ায় বন্ধুদের জিজ্ঞেস করি। ওরা বলে আমরা আজ যাইনি। ও একাই বেরিয়েছিল। পরে তো ওর সাইকেলটা পাওয়া যায়।”