Nadia: ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য নবদ্বীপে

Voter Card Recovered: ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতর। বিজেপির অভিযোগ এসআইআর আবহে অনিয়মের আশঙ্কা আগেই তুলেছিল তাঁরা, আর এই উদ্ধার তারই প্রমাণ। তাঁদের দাবি, তৃণমূল ভয় দেখাতে গিয়ে কার চুরির পথ নিচ্ছে।

Nadia: ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য নবদ্বীপে
ভোটার কার্ড উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 02, 2025 | 3:09 PM

নদিয়া: এসআইআর চলাকালীন ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড। নদিয়ার নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের পরিত্যক্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার হওয়া কার্ডগুলির সত্যতা যাচাই শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কার্ডগুলোর নাম ঠিকানা এলাকার বাসিন্দাদের সঙ্গে মিলে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তাঁদের আসল ভোটার কার্ড ঘরেই রয়েছে। ফলে একই নামের নকল বা অতিরিক্ত কার্ড কীভাবে রাস্তায় এল, তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতর। বিজেপির অভিযোগ এসআইআর আবহে অনিয়মের আশঙ্কা আগেই তুলেছিল তাঁরা, আর এই উদ্ধার তারই প্রমাণ। বিজেপি নেতা তাপস ঘোষের দাবি, তৃণমূল ভয় দেখাতে গিয়ে কার চুরির পথ নিচ্ছে। তবে নবদ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাস অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন,  এতে তৃণমূলের কোনও ভূমিকা নেই। বরং এটি বিজেপির চক্রান্ত।

পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। শহরের ব্যস্ত হাসপাতাল রোডের মতো জায়গায় এমন গুরুত্বপূর্ণ নথি ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। কে বা কারা এই কার্ডগুলো ফেলে গেল, উদ্দেশ্য বা পরিকল্পনাই বা কী তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ।