নদিয়া: রাত বাড়লেই মদ-সিগারেট হাতে আসর বসে যেত ক্লাবের পাশে। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই খুন হতে হল এক ব্যক্তিকে! এমনই অভিযোগ উঠেছে নদিয়ার ধানতলা থানার বহিরগাছি এলাকায়। অভিযোগ, একদল দুষ্কৃতী মারধর করে তাঁকে। তাতেই আহত হয়ে পড়েন ওই ব্যক্তি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে।
মৃতের নাম নরোত্তম বাগচী। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার রাতে ধানতলা থানা এলাকার বহিরগাছি বিশ্বনাথপুর এলাকার একটি ক্লাবের পাশে নেশা করছিলেন কয়েকজন। তা নিয়েই বাড়ে অশান্তি। নেশা করতে বাধা দিলে নরোত্তম বাগচীর ওপর চড়াও হয় কয়েকজন। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
আহত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এলাকার মানুষজন। তাঁরাই সব্দালপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান নরোত্তমকে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের পরিবারের তরফ থেকে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ধানতলা থানায়। ঘটনার তদন্তে নেমেছে ধানতলা থানার পুলিশ।
তবে এই ঘটনায় আশঙ্কায় ভুগছে এলাকাবাসী। মৃতের এক আত্মীয় জানান, পিছন থেকে এসে গাছের সামনে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল ওই ব্যক্তিকে। যারা দোষী, তাদের শাস্তি হওয়া উচিত বলে উল্লেখ করেছেন তিনি। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।