Nadia: ১০ বছর আগের ঘটনা, পান ব্যবসায়ীকে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড ২ জনের

Nadia: ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় শান্তিপুরের হাসপাতাল সংলগ্ন এলাকার এক পান ব্যবসায়ী দিলীপ বিশ্বাস তাকে তোলা না দেওয়ায় তার মাথায় গুলি করে খুন করে শান্তিপুরের এই কুখ্যাত দুষ্কৃতী নয়ন মণ্ডল ও তার সহযোগী নির্মল দেবনাথ।

Nadia: ১০ বছর আগের ঘটনা, পান ব্যবসায়ীকে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড ২ জনের
ধৃতের যাবজ্জীবন কারাদণ্ডImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 06, 2025 | 6:25 PM

নদিয়া: দশ বছর আগে এক পান ব্যবসায়ী তোলাবাজি না দেওয়ায় গুলি করে খুনের ঘটনায় কুখ্যাত দুষ্কৃতী ও তার এক সঙ্গীকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল রানাঘাট আদালত। ওই ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে একাধিক খুনের ঘটনার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে ভয় পেত মানুষ। একের পর এক খুনের ঘটনায় আতঙ্কে মানুষের ত্রাস হয়ে উঠেছিল এই অভিযুক্ত নয়ন।

২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় শান্তিপুরের হাসপাতাল সংলগ্ন এলাকার এক পান ব্যবসায়ী দিলীপ বিশ্বাস তাকে তোলা না দেওয়ায় তার মাথায় গুলি করে খুন করে শান্তিপুরের এই কুখ্যাত দুষ্কৃতী নয়ন মণ্ডল ও তার সহযোগী নির্মল দেবনাথ। সেই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর সেই মামলায় প্রায় ১০ বছর পর বুধবার দুই অভিযুক্ত নয়ন সরকার ও নির্মল দেবনাথকে দোষী সাব্যস্ত করে আদালত।

শুক্রবার আনুমানিক বেলা দেড়টা নাগাদ অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন রানাঘাট এডিজে আদালত। শুক্রবার এই সাজা ঘোষণার পর রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশীষ মৌর্য ও সরকারি আইনজীবী অপূর্ব কুমার ভদ্র জানান, এই খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা করেছে আদালত, গত ১০ বছর আগে খুনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। সেই তথ্যের উপর ভিত্তি করেই আদালতে মামলা চলতে থাকে, শুক্রবার তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করে রানাঘাট এডিজে আদালত।