তেহট্ট: সকালবেলা কাজে যাচ্ছিলেন শ্রমজীবী মানুষজন। তখনই মাঠের মধ্য়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক যুবকের দেহ। পরিবারের দাবি, মেলা দেখার নাম করে ফোন করে তাঁদের ছেলেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। নদিয়ার তেহট্ট থানার কড়ুইগাছি-বলরামপুরের ঘটনা।
মৃত যুবকের নাম সুমন্ত মণ্ডল (২১)। নদিয়ার পলাশীপাড়া থানার সাহেবনগর উত্তরপাড়া এলাকায় তাঁর বাড়ি। আজ সকালে বাগানে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তেহট্ট থানার পুলিশ। মৃতের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় সুমন্তকে ফোন করে ডেকে নিয়ে যায় তাঁর বান্ধবী। তারপর থেকে যুবকেরা আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে নির্দিষ্ট সময়ে বাড়িতে না ফেরায় আত্মীয় পরিজন সহ এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন।
যদিও, সুমন্তর মা বলেছেন, সুমন্ত জানিয়েছিল এলাকার একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছিল তাঁদের মেয়ের। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ছেলের বান্ধবীর জামাইবাবু ফোন করে সুমন্তকে ডাকেন মেলা দেখার জন্য। এর ঠিক ঘণ্টা দু’য়েক পরে ছেলের মোবাইল সুইচঅফ হয়ে যায়। তারপর থেকে সুমন্তর সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি। আজ সকালে তিনি জানতে পারেন মৃত্যুর খবর। ছেলের বান্ধবীর জামাইবাবুই নৃশংসভাবে গলার নলী কেটে খুন করেছে দাবি মৃতের মায়ের।