Nadia: স্ত্রীকে পছন্দ হয়নি মায়ের, ভালবাসার টানে জামাইষষ্ঠীর সকালে ছেলে-বউয়ের সিদ্ধান্তে গোটা পাড়া ভেঙে পড়ল এক চিলতে ঘরে

Nadia: এক বছর আগে পলাশ ও পূজার বিয়ে হয়।  কিন্তু তারপর থেকেই পরিবারের সঙ্গে অশান্তি লেগেই থাকত। পলাশের মা তাঁর বৌমাকে অপছন্দ বলে তিরস্কার করতেন বলে প্রতিবেশীদের অভিযোগ। আর সেই মানসিক চাপে পলাশ প্রতিবাদ করতে গেলে অপমান হতে হত বারেবার।

Nadia: স্ত্রীকে পছন্দ হয়নি মায়ের, ভালবাসার টানে জামাইষষ্ঠীর সকালে ছেলে-বউয়ের সিদ্ধান্তে গোটা পাড়া ভেঙে পড়ল এক চিলতে ঘরে
এই বাড়িতেই ঘটে মর্মান্তিক ঘটনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 13, 2024 | 12:43 PM

নদিয়া: বৌমাকে অপছন্দ ছিল শাশুড়ির। তা নিয়ে ছেলের সঙ্গেও বিবাদ। জামাইষষ্ঠীর সকালে ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের গয়েশপুরের লক্ষ্মীনাথপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম পলাশ চৌধুরী ও পূজা চৌধুরী। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে পলাশ ও পূজার বিয়ে হয়।  কিন্তু তারপর থেকেই পরিবারের সঙ্গে অশান্তি লেগেই থাকত। পলাশের মা তাঁর বৌমাকে অপছন্দ বলে তিরস্কার করতেন বলে প্রতিবেশীদের অভিযোগ। আর সেই মানসিক চাপে পলাশ প্রতিবাদ করতে গেলে অপমান হতে হত বারেবার। গতকাল সকাল থেকেইএকই অশান্তি চলছিল পরিবারে।

বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায়, দরজা ভেঙে ভিতরে ঢোকেন পরিবারের সদস্যরা। ঘরের ভিতর দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ।  দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দম্পতির আত্মহত্যার ঘটনার পেছনে সরাসরি শাশুড়িকেই দায়ী করছে প্রতিবেশীরা। ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ।