
নদিয়া: নৃশংসভাবে স্ত্রীকে মেরে থানায় গিয়ে পুলিশের কাছে আশ্রয়ের আবেদন অভিযুক্তের। শাবল দিয়ে স্ত্রীকে মেরে থানায় ছুটে গিয়ে পুলিশকে ঘটনার কথা জানান অভিযুক্ত। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই ব্যক্তির স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। ঘটনাটি নদিয়ার ধানতলা থানার দত্তপুলিয়ার হুদায়।
পুলিশ জেরায় জানতে পেরেছে অভিযুক্ত ব্যক্তির নাম শরিকুল মণ্ডল। রবিবার দুপুরে তিনিই হঠাৎ হন্তদন্ত হয়ে থানায় হাজির হন। কর্তব্যরত পুলিশ আধিকারিককে জানান, তিনি তাঁর স্ত্রীকে খুন করে এসেছেন। তাঁর দেওয়া ঠিকানা অনুযায়ীই হুদা গ্রামে যায় পুলিশ। আধিকারিকরা দেখেন, রক্তে ভেসে যাচ্ছে মাটি। মৃতের বাবার বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। অভিযোগ, রবিবার সকালে মৃত গৃহবধূর ভগ্নিপোত তাঁর বাড়িতে আসে। আর সেই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় স্বামীর। আর এরপরই স্ত্রীকে খুনের পরিকল্পনা করে শরিফুল।
শরিকুলকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী কারণে স্ত্রীকে খুন করেছেন তিনি, তা এখনও পুলিশি জেরায় জানাননি শরিকুল। তাঁকে জেরা চলছে।