
নদিয়া: স্ত্রী সন্তানদের নিয়ে আগেই এসে উঠেছিলেন বাপের বাড়িতে। রোজকার অশান্তি এড়াতেই এই সিদ্ধান্ত। স্ত্রী-সন্তানদের দেখতে প্রত্যেক সপ্তাহে আবার শ্বশুরবাড়িতে যেতেন স্বামী। শ্বশুরবাড়ি থেকেই গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শুভেন্দু সাহা (৩৩)। তিনি হাওড়া দাসনগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহে রবিবার নদিয়ার হরিণঘাটা ব্লকের দাসপাড়ায় শশুর বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু। রাতে সকলের সঙ্গে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যান। কিন্তু সোমবার সকালে সিঁড়ির ঘরে তাঁকে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়।
পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হরিণঘাটা থানায় নিয়ে যান। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শ্বশুরবাড়ির সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই থাকতো। ফলে কিছুদিন আগে শুভেন্দুর স্ত্রী দুই কন্যাকে নিয়ে বাপের বাড়িতেই থাকেন। রবিবার রাতে ঠিক কী ঘটেছিল, সেটা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ।