Nadia: আলু ভাজা ছাড়া ভাত খাবে না চোর, আবদার মেটাতে পুলিশ যা করল…হাসতে বাধ্য হবেন আপনিও

Nadia: জানা গিয়েছে, নদিয়ার তাহেরপুর থানা-সহ বেশ কয়েকটি এলাকায় বাইক চুরির দৌরাত তো বাড়ছিল। তদন্ত নেমে তাহেরপুর থানা এলাকার থেকে তন্ময় রায় নামে এক যুবককে চোর সন্দেহ নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য।

Nadia: আলু ভাজা ছাড়া ভাত খাবে না চোর, আবদার মেটাতে পুলিশ যা করল...হাসতে বাধ্য হবেন আপনিও
চোরের জন্য আলু ভাজার ব্যবস্থা!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 24, 2025 | 7:56 PM

নদিয়া:  আলু ভাজা ছাড়া ভাত খাবে না চোর। থানার লকাপে আবদার চোরের। নানা ধরনের খাবারের পদ দিয়েও খাওয়ানো যাচ্ছে না তাকে।  ভাতের একটি দানা মুখে না দিয়ে জেদ ধরে বসে থাকছে আলু ভাজার জন্য। আলুভাজা না হলে খাবে না ভাত। বড় বিপাকে পুলিশকর্মীরা। মোটর বাইক চোরকে খাওয়ানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায় থানায়। হাজার চেষ্টাতেও কোনও খাবারই মুখে দিলেন না চোর বাবা জীবন। অবশেষে দোকান থেকে আলু ভেজে আনার পর শান্তি। শান্তিপুর থানার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য।

সম্প্রতি পরপর তিনটি চুরির ঘটনায় অভিযোগে এক চোরকে ধরে বিপাকে পুলিশ। জানা গিয়েছে, নদিয়ার তাহেরপুর থানা-সহ বেশ কয়েকটি এলাকায় বাইক চুরির দৌরাত তো বাড়ছিল। তদন্ত নেমে তাহেরপুর থানা এলাকার থেকে তন্ময় রায় নামে এক যুবককে চোর সন্দেহ নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। এরপর থেকেই খয়রাতির শেষ নেই পুলিশের। চোরের আবদার মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।

চোরের একটাই দাবি আমার আলু ভাজা চাই। আলু ভাজা ছাড়া ভাত রুটি কিছুই খাব না। যতক্ষণ না পর্যন্ত আলু ভাজার ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খাবার মুখের সামনে রেখে গো ধরে বসে থাকে চোর। কেন খাবার খাচ্ছে না এই কথা পুলিশ জিজ্ঞাসা করতেই চোরের মুখে একটাই কথা আমার আলু ভাজা চাই। চোরের আবদার মেটাতে গিয়ে নাভিঃশ্বাস উঠেছে পুলিশের।

যেখান থেকেই হোক ব্যবস্থা করা হচ্ছে সেই আলু ভাজার! সকাল দুপুর রাত আলু ভাজার আবদারের জন্য বারবার হয়রানি হতে হচ্ছে পুলিশ কর্মীদের। বিষয়টি হাস্যকর হলেও চোরের আবদার মেটাতেই হচ্ছে পুলিশকে এমন পরিস্থিতিতে চোরের পেট শান্ত করতেই আলু ভাজা জোগাড় করাই একমাত্র ভরসা পুলিশের।