Nadia: ভারত বিদ্বেষ পোস্ট, অভিযুক্ত এখনও কেন গ্রেফতার নয়? শান্তিপুর থানায় বিক্ষোভ

Nadia: দেশের ও সেনাদের বিদ্রুপ মন্তব্য পোস্ট করার অভিযোগে গয়েশপুরের ওই যুবককে দেশদ্রোহিতা আইনে গ্রেফতার করতে হবে- এই দাবিতে শান্তিপুর থানায় দফায় দফায় আন্দোলন শুরু হয়েছে।

Nadia: ভারত বিদ্বেষ পোস্ট, অভিযুক্ত এখনও কেন গ্রেফতার নয়? শান্তিপুর থানায় বিক্ষোভ
শান্তিপুর থানার সামনে বিক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 28, 2025 | 2:05 PM

নদিয়া:  সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষ পোস্ট করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা। ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে ভারতীয় সৈনিকদের অপমান করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ। এরপর কেন ওই অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলে শান্তিপুর থানার সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানার বাইরে বসে রয়েছেন তাঁরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের গয়েশপুরে।

দেশের ও সেনাদের বিদ্রুপ মন্তব্য পোস্ট করার অভিযোগে গয়েশপুরের ওই যুবককে দেশদ্রোহিতা আইনে গ্রেফতার করতে হবে- এই দাবিতে শান্তিপুর থানায় দফায় দফায় আন্দোলন শুরু হয়েছে। অভিযোগ, ওই যুবক তাঁর সামাজিক মাধ্য়মে লেখেন, ‘পাকিস্তান জিন্দাবাদ’, ‘পাক সেনার ভয়ে ভারতীয় আর্মি বর্ডার ছেড়ে পালাচ্ছে’। ঝড়ের গতিতে তীব্র নিন্দা করে ভাইরাল হতে থাকে ওই যুবকের পোস্ট। পহেলগাঁও হত্যালীলার পরও কীভাবে ভারতের বুকে বসে এই ধরনের পোস্ট, তা নিয়ে নেটিজেনরা তীব্র নিন্দা করতে থাকেন।

অভিযুক্ত ওই যুবক নদিয়ার শান্তিপুরের গয়েশপুর এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইতিমধ্যেই পুলিশের নজরে এসেছে সেই পোস্ট। পুলিশ অভিযুক্তকে চিহ্নিতও করেছে। কিন্তু কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না? সোমবার  এই প্রশ্ন তুলে শান্তিপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো মানুষ।

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। শুধু গ্রেফতার নয়, দেশদ্রোহিতা মামলায় তাঁকে উপযুক্ত শাস্তিও দিতে হবে।