Nadia: নদিয়ায় বাড়ি-বাড়ি গিয়ে ধর্মান্তকরণের চেষ্টা, অভিযোগ দায়ের থানায়

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 30, 2025 | 11:57 AM

Nadia: ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি এক নম্বর পঞ্চায়েতের কাঁঠালবেরিয়া এলাকায়। সেখানেই বেশ কয়েকদিন ধরে হিন্দুদের বাড়ি-বাড়ি গিয়ে অন্য একটি ধর্মের প্রচার করা হচ্ছে বলে দাবি গ্রাম পঞ্চায়েত প্রধানের।

Nadia: নদিয়ায় বাড়ি-বাড়ি গিয়ে ধর্মান্তকরণের চেষ্টা, অভিযোগ দায়ের থানায়
নদিয়ায় নাকাশিপাড়ায় ধর্মান্তকরণের অভিযোগ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নাকাশিপাড়া (নদিয়া): প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণের অভিযোগ। প্রতিবাদ করতে গিয়ে হুমকির মুখে পঞ্চায়েত প্রধান। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। আটক করা হয় প্রায় চল্লিশজন মহিলাকে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান মৌমিতা বিশ্বাস সাহা।

ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি এক নম্বর পঞ্চায়েতের কাঁঠালবেরিয়া এলাকায়। সেখানেই বেশ কয়েকদিন ধরে হিন্দুদের বাড়ি-বাড়ি গিয়ে অন্য একটি ধর্মের প্রচার করা হচ্ছে বলে দাবি গ্রাম পঞ্চায়েত প্রধানের। তাঁর আরও অভিযোগ, হিন্দুদের ভয় দেখিয়ে অন্য ধর্মে ধর্মান্তকরণ করা হচ্ছে।

এই ঘটনা খবর পেয়ে মৌমিতা এলাকায় গিয়ে প্রতিবাদ করেন। অভিযোগ, সেই সময় তাঁকে হুমকি দেওয়া হয়। উত্তেজনার সৃষ্টি হলে খবর দেওয়া হয় নাকাশিপাড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে প্রায় ৪০ জন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ করা হয় থানায়।

পঞ্চায়েত প্রধান মৌমিতা বিশ্বাস সাহা বলেন, “আমরা জানতে পারি হিন্দু ধর্মের লোকেদের অন্য ধর্মে ধর্মান্তকরণ করার জন্য কিছু লোক আসেন প্রতি শনিবারে। এর আগে আমাদের পাড়ারই কিছু ছেলেপুলে দেখে এসেছে ওইখানে সকলেই অ্যালকোহল খেয়ে রয়েছেন। এবার সেটা অ্যালকোহল কি না বলতে পারব না। তাঁরা বলছেন তাঁদের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করলে কোনও রোগ হবে না।”