নদিয়া: পঞ্চায়েত আবহ মিটেছে। কিন্তু এখনও অশান্তি অব্যাহত। বিজেপির জয়ী প্রার্থীর বাড়িতে আবারও বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থলে শান্তিপুর থানার বিশাল বাহিনী। সোমবার রাতের ঘটনাকে ঘিরে উত্তপ্ত নদিয়ার শান্তিপুরের গবার চর মাঝেরপাড়া এলাকায়। জানা যাচ্ছে, পরিবারের সদস্যরা রাতে বাড়িতে ঘুমোচ্ছিলেন। সে সময়েই বাড়ির জানালা লক্ষ্য করে কেউ বোমা ছোড়ে। ওই পঞ্চায়েতে বিজেপির প্রতীকে পঞ্চায়েতে দাঁড়িয়েছিলেন গৌরাঙ্গ বিশ্বাস নামে এক ব্যক্তি। তিনি জিতেও যান। তারপর থেকেই একাধিকবার গৌরাঙ্গ বিশ্বাস-সহ অন্যান্য বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও বোমাবাজি হয়েছে বলে অভিযোগ।
সোমবার গভীর রাতে গৌরাঙ্গ বিশ্বাস ঘরে ছিলেন। তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা বারান্দাতেই বিছানা করে ঘুমাচ্ছিলেন। তখনই একদল দুষ্কৃতী বোমাবাজি করে বলে অভিযোগ। যদিও একটি বোমা বিছানার ওপরে গিয়ে পড়ে। আহত হয় এক নাবালক-সহ তিন জন। বোমার অভিঘাতে বারান্দার পাশের একটি টিনের দরজা ভেঙে যায়। আতঙ্কিত গৌরাঙ্গ বিশ্বাসের পরিবারের সদস্যরা। যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই অঞ্চলের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ রায়। তাঁর বক্তব্য,”বিজেপি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে তৃণমূল করি, কিন্তু এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সেই চেষ্টা করি সব সময়।”
বোমাবাজির ঘটনা তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন। খবর পেয়ে এদিন ঘটনাস্থল পরিদর্শন করতে যান রানাঘাট পুলিশ জেলার এসডিপিও। অন্যদিকে এলাকায় নতুন করে যাতে আর কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য এলাকায় তল্লাশি চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ।