Nadia: খাবারের মধ্যে, শোয়ার ঘরে সব জায়গায় গিজগিজ করছে শুঁয়োপোকা…., পথে এলাকাবাসী

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 28, 2024 | 2:19 PM

Nadia: ঘটনাটি নবদ্বীপের। প্রায় সপ্তাহ খানেক ধরে শুঁয়োপোকার উপদ্রবে নাজেহাল স্থানীয় বাসিন্দাদের জনজীবন। মূলত, পাট চাষ করার ফলে পাটের পাতা থেকেই এই শুঁয়োপোকা মানুষের বাড়িতে বাড়িতে ছেয়ে গিয়েছে। শোয়ার ঘর থেকে শুরু করে রান্নাঘর, এমনকী ভাতের হাঁড়িতে ও শুঁয়োপোকা কিলবিল করছে বলে অভিযোগ।

Nadia: খাবারের মধ্যে, শোয়ার ঘরে সব জায়গায় গিজগিজ করছে শুঁয়োপোকা...., পথে এলাকাবাসী
নদিয়ায় দাপট বাড়াচ্ছে শুঁয়োপোকা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নদিয়া: বারবার বলা হচ্ছে ওষুধ দিন। তবে পাট চাষিদের একাংশ কথা শুনছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। দিচ্ছেন না কীটনাশক। যার জেরে এলাকায় উপদ্রব বাড়ছে শুঁয়োপোকার। খাবারের মধ্যে শুঁয়োপোকা, বাড়ি এখানে ওখানে শুঁয়োপোকা। এরপর বাড়িতে থাকতে না পেরে একত্রিত হয়ে প্রতিবাদ জানালেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি নবদ্বীপের। প্রায় সপ্তাহ খানেক ধরে শুঁয়োপোকার উপদ্রবে নাজেহাল স্থানীয় বাসিন্দাদের জনজীবন। মূলত, পাট চাষ করার ফলে পাটের পাতা থেকেই এই শুঁয়োপোকা মানুষের বাড়িতে বাড়িতে ছেয়ে গিয়েছে। শোয়ার ঘর থেকে শুরু করে রান্নাঘর, এমনকী ভাতের হাঁড়িতে ও শুঁয়োপোকা কিলবিল করছে বলে অভিযোগ।

বারংবার কৃষকদের বলা সত্ত্বেও পাট গাছে কীটনাশক দিচ্ছে না। তারই প্রতিবাদ জানিয়ে নবদ্বীপ থানার চর মাছ দিয়া চরম নগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও অন্যান্য জনপ্রতিনিধি। কৃষকদের সঙ্গে বসে সমস্যার সমাধানের আশ্বাস পেলে অবরোধ তুলে নেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে ঘুমনো যাচ্ছে না। ঘরে রান্নাঘর থেকে শুরু করে শোয়ার ঘর এমনকী শিশুদের খাবারেও পর্যন্ত শুঁয়োপোকা। আর তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। আগামী দু’দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। অঞ্জনা দেবনাথ নামে এক এলাকাবাসী বলেন, ”

এ দিকে, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও অন্যান্য জনপ্রতিনিধি। কৃষকদের সঙ্গে বসে সমস্যার সমাধানের আশ্বাস দেন। অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করেন।

Next Article