Nadia: চেয়ারম্যানকে ঢুকতে বাধা, তৃণমূল কাউন্সিলরদের বিক্ষোভ, অচলাবস্থা কৃষ্ণনগর পৌরসভায়

Nadia: কয়েক মাস যাবৎ বেনিয়মের অভিযোগে দফায় দফায় অচল পরিস্থিতি হয়ে রয়েছে নদিয়ার কৃষ্ণনগর পৌরসভা। নিয়োগ দুর্নীতি-সহ একাধিক দুর্নীতি নিয়ে জেরবার পৌর প্রধান। তারই প্রতিবাদে দীর্ঘদিন ধরে চলছে লাগাতার আন্দোলন তৃণমূল কাউন্সিলরদের।

Nadia: চেয়ারম্যানকে ঢুকতে বাধা, তৃণমূল কাউন্সিলরদের বিক্ষোভ, অচলাবস্থা কৃষ্ণনগর পৌরসভায়
কৃষ্ণনগর পৌরসভাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 14, 2025 | 3:19 PM

নদিয়া: তৃণমূল কাউন্সিলরদের প্রতিবাদের জেরে অচলাবস্থা কৃষ্ণনগর পৌরসভা, শিকেয় উঠেছে পৌর পরিষেবা, চেয়ারম্যানকে ঢুকতে দেওয়া হল না তাঁর কার্যালয়ে, চলছে দফায় দফায় বিক্ষোভ।

কয়েক মাস যাবৎ বেনিয়মের অভিযোগে দফায় দফায় অচল পরিস্থিতি হয়ে রয়েছে নদিয়ার কৃষ্ণনগর পৌরসভা। নিয়োগ দুর্নীতি-সহ একাধিক দুর্নীতি নিয়ে জেরবার পৌর প্রধান। তারই প্রতিবাদে দীর্ঘদিন ধরে চলছে লাগাতার আন্দোলন তৃণমূল কাউন্সিলরদের। উল্লেখ্য গত ২ তারিখে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের ঘরের সামনে প্রথমদিনের ধরনায় বসেছিলেন কৃষ্ণনগর পৌরসভার একাধিক কাউন্সিলররা, কারণ সেখানে কৃষ্ণনগর পৌরসভার স্বচ্ছ বাজেট পেশ হয়নি বলে দাবি করে পৌরসভার একাধিক তৃণমূল কাউন্সিলর।

শুধু তাই নয়, পৌরসভার সুইপারদের হাজিরার বায়োমেট্রিক সুব্যবস্থা নিয়ে একই আন্দোলন করতে দেখা যায় তাঁদের। এই ঘটনার পরে পৌর চেয়ারম্যান সমস্ত কাউন্সিলরদের নিয়ে আলোচনায় বসবে বলে জানিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তার কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার একই দাবিকে সামনে রেখে পৌরসভার ভিতরে চলতে থাকে বিক্ষোভ আন্দোলন। বুধবারও হল না পরিস্থিতির কোন রদবদল।

কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রিতা দাস তার কার্যালয়ে প্রবেশ করার আগেই ঢুকতে দেওয়া হল না তাঁকে। যদিও এ প্রসঙ্গে পৌর প্রধান রিতা দাসের দাবি, বাজেট পেশের ব্যাপারে হাইকোর্টে মামলা করেছেন বিরোধী কাউন্সিলররা, হাইকোর্ট এখন যে রায় দেবে, সেই রায় তিনি মাথা পেতে নেবেন। অন্যদিকে বাজেট-সহ অন্যান্য দুর্নীতিতে জের বার চলতে থাকায় আজও ব্যাহত পৌরসভার পৌর পরিষেবা। চলছে তৃণমূল কাউন্সিলরদের প্রতিবাদ বিক্ষোভ।