Nadia: বাড়ি মালিককে পিটিয়ে খুন করলেন রাঁধুনি! কারণ চমকে ওঠার মতো

Nadia: নবদ্বীপে বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। প্রসঙ্গত, গত সোমবার রাতে নবদ্বীপের সরকার এলাকায় একটি বেসরকারি নার্সিং কলেজের পড়ুয়াদের বাড়ি ভাড়া দেন নেপাল দেবনাথ। তারপরই নেপালের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন নান্টু দেবনাথ।

Nadia: বাড়ি মালিককে পিটিয়ে খুন করলেন রাঁধুনি! কারণ চমকে ওঠার মতো
এলাকায় খুনের অভিযোগ Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 25, 2025 | 1:37 PM

নদিয়া: নার্সিং পড়ুয়াদের বাড়ি ভাড়াকে কেন্দ্র করে বিবাদের জেরে এক বাড়ির মালিককে খুনের অভিযোগে গ্রেফতার। গ্রেফতার নার্সিং মেসের এক রাঁধুনি। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নান্টু দেবনাথ। তাঁকে গ্রেফতার করে পুলিশ নবদ্বীপ আদালতে পাঠায়।

নবদ্বীপে বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। প্রসঙ্গত, গত সোমবার রাতে নবদ্বীপের সরকার এলাকায় একটি বেসরকারি নার্সিং কলেজের পড়ুয়াদের বাড়ি ভাড়া দেন নেপাল দেবনাথ। তারপরই নেপালের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন নান্টু দেবনাথ। অভিযোগ, বচসার মধ্যেই আচমকাই লাঠি নিয়ে হামলা চালান নান্টু। এলোপাথাড়ি মারতে থাকেন। তখনই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান নেপাল। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তাঁকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। বুধবার নবদ্বীপ আদালতে পেশ করা হয় নান্টুকে। স্থানীয় সূত্রে খবর, এই অভিযুক্ত নান্টু দেবনাথ তিনি ওই নার্সিং কলেজের ক্যান্টিনে রান্নার কাজ করতেন। কিন্তু কী কারণে নেপালের ওপর তাঁর রাগ হল? পুরনো কোনও শত্রুতা ছিল কিনা, এই বিষয়টি নিয়ে এখনও ধন্দ রয়েছে। পুলিশ নান্টুকে জিজ্ঞাসাবাদ করছে।