
নদিয়া: বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন জানান। তবে সারারাত বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবারের সদস্য়রা। সকালের আলো ফুটতেই কপালে হাত সকলের। চাষের জমিতে ভেসেছে রক্তে। রক্তাক্ত-ক্ষতবিক্ষত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে তাঁর।
নদিয়ার শান্তিপুরের সগুনা এলাকার ঘটনা। মৃতের নাম জয়নাল শেখ (৪০)। পরিবারের দাবি, ওই ব্যক্তি চাষের জমিতে দিনমজুরের কাজ করতেন। গতকাল সন্ধ্যে নাগাদ বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়ে সারা রাত্রি বাড়িতে ফেরেননি। শনিবার খুব সকালে পরিবারের লোকজন জানতে পারেন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন জয়নাল। তাঁর মুখ গিয়েছে তুবড়ে। থেঁতলানো চেহারা।
এ দিকে, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ সারারাত্রি ওই রাস্তাতে পুলিশ টলদাড়ি চালালেও কেন মৃতদেহ পড়ে থাকল? স্থানীয় এক বাসিন্দা বলেন, “গোটা রাত এলাকায় চলে পুলিশি টহল।তারপরও একটা ডেডবডি পড়ে থাকল ধানের জমিতে কেউ দেখতে পেল না?” অন্যদিকে পরিবারের এও দাবি, জয়নাল শেখকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই খুনের সঙ্গে কারা কারা জড়িত তাদের খুঁজে বের করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। যদিও খুনের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।