Nadia: দু’মাস ধরেই পেনশন পাচ্ছেন না, ধরনায় বসলেন বৃদ্ধা, খোঁজ নিয়ে জানা গেল আগেই ৯৬ হাজার টাকার গড়মিল রয়েছে তাঁর! কীভাবে?

Nadia: পেনশনের দাবিতে পোস্টার লেখেন তিনি। এই ঘটনায় নড়েচড়ে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, বিগত দিনে ভুলবশত তাঁর অ্যাকাউন্টে  বেশ কিছু টাকা চলে যায়। সেই টাকা তিনি তুলেও নেন। আর তার জেরেই এই সমস্যা।

Nadia: দুমাস ধরেই পেনশন পাচ্ছেন না, ধরনায় বসলেন বৃদ্ধা, খোঁজ নিয়ে জানা গেল আগেই ৯৬ হাজার টাকার গড়মিল রয়েছে তাঁর! কীভাবে?
বাঁ দিকে বৃদ্ধা, ডান দিকে ব্যাঙ্ক ম্যানেজারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 07, 2025 | 2:58 PM

নদিয়া:  গত দু’মাস ধরে বন্ধ পেনশন। ব্যাঙ্কের সামনে পোস্টার নিয়ে ধরনায় বসেছেন মহিলা। কৃষ্ণনগরের একটি বেসরকারি ব্যাঙ্কের সামনে ধরনায় বসেছেন তিনি। ব্যাঙ্কের ভুলেই এই সমস্যা বলে দাবি বৃদ্ধার।

জানা যাচ্ছে, কৃষ্ণনগর বাসিন্দার বৃদ্ধা পূর্ণিমা স্বর্ণকার গত দু’মাস ধরে পেনশন পাননি। ব্যাঙ্কের কাছে একাধিকবার ঘুরেও, কোনও সমস্যার সমাধান হয়নি। প্রতিবাদে সোমবার ব্যাঙ্ক খুলতেই ধরনায় বসে পড়েন ওই বৃদ্ধা। পরে ব্যাঙ্ক খুললে তিনি ভিতরে যান। পোস্টার হাতে ব্যাঙ্কের ভিতরেই বসে পড়েন।

পেনশনের দাবিতে পোস্টার লেখেন তিনি। এই ঘটনায় নড়েচড়ে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, বিগত দিনে ভুলবশত তাঁর অ্যাকাউন্টে  বেশ কিছু টাকা চলে যায়। সেই টাকা তিনি তুলেও নেন। আর তার জেরেই এই সমস্যা। কারণ ওই পরিমাণ  টাকা পূরণ করতেই, বৃদ্ধার পেনশনের টাকা যখন অ্যাকাউন্টে পড়ছে, সেখান থেকে  কেটে নেওয়া হচ্ছে বলে দাবি ব্যাঙ্ক কর্তৃপক্ষের।

যার ফলে তার পেনশন বন্ধ হয়ে গিয়েছে বৃদ্ধার। তবে ব্যাঙ্ক থেকে জানানো হয়েছে,  বর্তমানে তার মাসিক কিস্তি হিসাবে পেনশন থেকে টাকা কাটা হবে। সেই কিস্তি সম্পূর্ণ হলেই, পুরো পেনশনের টাকা তুলতে পারবেন বৃদ্ধা। ব্যাঙ্ক কর্তৃপক্ষের আশ্বাসে ধরনা থেকে উঠে যান বৃদ্ধা। ওই বৃদ্ধা বলেন, “আমার অ্যাকাউন্টে ৯০ হাজার টাকা এসেছিল। সেটার জন্য আমি ১৪ হাজার টাকা কাটিয়েছিলাম। বাকি ১০ হাজার টাকা পেতাম। ব্যাঙ্ক বলছে, ৯০ হাজার টাকা কাটা শেষ হবে, তারপরই আমি পেনশন পাব পুরো। ওনারা বলছেন, ৯০ হাজার টাকা পুরো কেটেই টাকা দেবে। আমি চাইছি, অন্তত ১০ হাজার টাকা করে হাতে দিক।”

ব্যাঙ্ক ম্যানেজারের পরিতোষ পালের বক্তব্য, ” ২ বছর আগে ফ্যামিলি পেনশন হিসাবে যে টাকা ওনার অ্যাকাউন্টে পড়ার কথা, তার থেকে ৯৬ হাজার টাকা বেশি ঢোকে। সেটা ব্যাঙ্কেরই সিস্টেমের ভুলে। উনি ওই ডেটেই টাকা তুলে নেন। ২ বছর পর যখন ব্যাঙ্ক এরিয়া রিকভার করতে যাচ্ছে, তখন উনি বলছেন পেনশন ওইভাবেই দিতে হবে।”