Nadia: কন্যা সন্তান হওয়ায় সদ্যোজাতকে কুয়োতে ফেলে খুনের চেষ্টা, আটক বাবা

Nadia: নিত্যানন্দ পেশায় টোটো চালক। তাঁর প্রথম পক্ষের স্ত্রী ও এক ছেলে আছে, ‌ অভিযোগ মদ্যপ অবস্থায় প্রায় দিন স্ত্রীকে মারধর করতেন তিনি। অত্যাচার সহ্য করতে না পেরে প্রথম পক্ষের স্ত্রী ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান।

Nadia: কন্যা সন্তান হওয়ায় সদ্যোজাতকে কুয়োতে ফেলে খুনের চেষ্টা, আটক বাবা
সদ্যোজাতকে খুনের চেষ্টার অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 05, 2025 | 3:18 PM

নদিয়া: কন্যা সন্তান হওয়ায় সদ্যোজাতকে কুয়োতে ফেলে দিয়ে খুনের চেষ্টার অভিযোগ দম্পতির। আটক বাবা। ঘটনাটি ঘটেছে ধুবুলিয়ার বেলপুকুর কলোনি পাড়ায়। খুনের চেষ্টার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম নিত্যানন্দ দত্ত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিত্যানন্দ পেশায় টোটো চালক। তাঁর প্রথম পক্ষের স্ত্রী ও এক ছেলে আছে, ‌ অভিযোগ মদ্যপ অবস্থায় প্রায় দিন স্ত্রীকে মারধর করতেন তিনি। অত্যাচার সহ্য করতে না পেরে প্রথম পক্ষের স্ত্রী ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান।

সেই সময় মায়া রাই নামে এক বিবাহিত মহিলাকে বাড়িতে নিয়ে এসে থাকতে শুরু করেন। ওই মহিলার প্রথম পক্ষের দুই পুত্র সন্তান রয়েছে। পরে আরও দুটি কন্যা সন্তান হয়। এরপর রবিবার ভোররাতে বাড়িতেই আবারও একটি কন্যা সন্তান হয় তাঁর। অভিযোগ কন্যা সন্তান হওয়ায় সদ্যোজাতকে কাপড়ে মুড়ে বাড়ির পিছনের একটি কুয়োয় ফেলে দেন তাঁরা। সকালে ওই ব্যক্তি তার বৌদিকে জানান, কন্যা সন্তান হওয়ায় সদ্যোজাতকে কুয়োতে ফেলে দিয়েছেন।

বিষয়টি জানাজানি হতেই পরিবার ও প্রতিবেশীরা কুয়ো থেকে সদ্যজাতকে উদ্ধার করে। খবর ঘটনাস্থলে যায় আশা কর্মীরা। তারা ওই শিশুর চিকিৎসার ব্যবস্থা করেন। ওই শিশুটি বর্তমানে কৃষ্ণনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধুবুলিয়া থানার পুলিশ। তারা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসে। অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী।